নিশ্রাম!!

in #diyadscript2 years ago (edited)

79913849_1192506280939919_6949782599946469376_n.jpg

হাতের উপর চিবুক রেখে,ঘাসের উপর উপুড় হয়ে শুয়ে আছে ছেলেটি। জট পাকানো ঘাসের কাণ্ড আর শিকড় দেখতে দেখতে হঠাৎ করেই তীব্র একটা অনুভূতিবোধ তাকে আছন্ন করে ফেলে_তার চোখের সামনে যেন ক্ষুদ্র কোন পৃথিবীর বনভূমি।
রুপান্তরিত এক জগত,পিপড়া আর গুবরে পোকাদের।
হঠাৎ করে ঘাসের ক্ষুদ্রাকায় এই বনভুমি বিশালাকৃতি ধারন করে এক হয়ে মিশে গেল মহাবিশ্ব আর ভাবনারত ছেলেটি মুগ্ধ বিমোহিত মনের সাথে।