সারা দেশে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু: 'রোগীরা ঢাকা থেকে এসেছে' - BBC News বাংলা
বাংলাদেশের কর্মকর্তারা বলছেন, রোগীরা ডেঙ্গুজ্বরের জীবাণু বহন করে ঢাকা থেকে বাইরে নিয়ে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে প্রায় ৭০০ রোগী ভর্তি হয়েছেন।
রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস বলেন, সেখানে ৩৮ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয়েছিল। এদের মধ্যে ১১ জন সুস্থ হয়ে বাড়িতে ফেরত গেছেন।
বাকি ২৭ জন এখনো সেখানে চিকিৎসাধীন আছেন বলে জানালেন মি: ফেরদৌস।
তবে আক্রান্ত রোগীদের সবাই ঢাকা থেকে এসেছে বলে তিনি জানান। আক্রান্ত ব্যক্তিদের সবার বাড়ি রাজশাহী জেলায়। তাদের কেউ রাজশাহীতে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হননি বলে জানান উপ-পরিচালক মি: ফেরদৌস।
Source of shared Link