ডলফিন সাগরের মাছsteemCreated with Sketch.

in #dolphinlast year

ডলফিন খুবই সহজে মানুষের ভাষা বুঝতে পারে৷ এই প্রাণীটি মানুষকে অনুকরণ করতে পারে৷ আমি একটি ভিডিওতে দেখছিলাম একজন মহিলা ডলফিনের সাথে খেলা করছে৷ ডলফিন বন্ধু সুলভ হয়ে থাকে৷ এরা কারো ক্ষতি করে না।


Pixabay

ডলফিন মাছ তুলনা মূলক বড়ই হয়৷ হাঙ্গরের মত সাইজের হয়ে থাকে৷ তবে এ মাছ গুলো হিংস্র নয়৷ ডলফিন সাগরের মাছ৷ ডলফিনকে সাগরে দেখা যায়৷ তবে আমি বিদেশের একটি ভিডিওতে ডলফিনকে সুইমিং পুলে দেখেছি৷ সেখানে ডলফিন গুলো খেলা দেখাচ্ছিলো৷ আর অনেক মানুষ খেলা দেখছিলো৷ ডলফিন অনুকরণ করতে পারে৷ মানুষের মনের কথা বুঝতে পারে৷ তাই সহজেই পোস্ট মেনে যায়৷


Pixabay

ডলফিনকে আদর করলে তারা বুঝতে পারে৷ মনে হয় মানুষের মত তাদের অনুভর করার শক্তি আছে৷ ডলফিন আসলে কি খায় আমার জানা নেই৷ আমি সচক্ষে কখনও ডলফিন দেখি নি৷ তবে টিভিতে ও গুগলে ছবিতে দেখেছিলাম।


Pixabay