দোয়েলsteemCreated with Sketch.

in #doyellast year

দোয়েল আমাকে জাতীয় পাখি। গ্রীষ্মের শুরুতে সকালে শুরুতে দোয়েল পাখি বেশি দেখা যায়। দোয়েল পাখি শীষ বাজাতে পারে। দোয়েল পাখি সচরাচর দেখতে পাওয়া যায়। দোয়েল পাখি গাছে গাছে উড়ে বেড়ায়। দোয়েল পাখি দেখতে কালো সাদা বর্ণের হয়ে থাকে। দোয়েল পাখি কে আমাদের জাতীয় পাখি বলা হয়ে থাকে। আমাদের অনেক বইয়ে দোয়েল পাখির ছবি দেওয়া আছে। দোয়েল পাখি মাঝারি আকৃতির পাখি। দোয়েল পাখি পোকামাকড় খেয়ে জীবন ধারণ করে। গরমকালে দোয়েল পাখি বেশি দেখতে পাওয়া যায়। অন্মান্য ঋতুতে দোয়েল পাখিতে আমার একটা দেখতে পাওয়া যায় না। দোয়েল পাখি সাধারণত লোকালয়ে দেখতে পাওয়া যায়। দোয়েল পাখি বারে জঙ্গলে বেশি একটা থাকে না। দোয়েল পাখি খাওয়া যায় না। তাই কেউ এই পাখি স্বীকার করে না। দোয়েল পাখি দেখতে অনেক সুন্দর হয়ে থাকে। দোয়েল পাখি ভালো শীষ বাজাতে পারে। দোয়েল পাখির শীষ শুনলেই বোঝা যায় সেটি দোয়েল পাখি।


Pixabay