এল ক্ল্যাসিকো!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
জীবনে কোন কিছু না পেলে যতটা নিরব থাকতে হয়, পেয়ে গেলে তার চেয়েও বেশি। কথাটা প্রথমেই বলার কারণ বার্সেলোনার ১৮ বছর বয়সী খেলোয়ার লামিন ইয়ামাল। ছেলেটার বয়স কম। কিন্তু খেলোয়ার হিসেবে দারুণ। তবে মেন্টালিটি খুবই সাস্তা লেভেলের। এল ক্ল্যাসিকোর আগে রিয়াল মাদ্রিদ নিয়ে তার বিতর্কিত মন্তব্য নিয়ে মোটেও খুশি ছিল মাদ্রিদ খেলোয়ার এবং ফ্যানরা। যার ফলাফল ম্যাচ হারার পরে তাকে বেশ ভালোভাবে তার জবাব টা দেওয়া হয়েছে। গতকাল ছিল বছরের সবচাইতে বড় ম্যাচ এল ক্ল্যাসিকো। গত সিজেনে চারটা এল ক্ল্যাসিকো হেরেছিল রিয়াল মাদ্রিদ। এইজন্যই এটা ছিল খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। পাশাপাশি সিজেনের প্রথম এল ক্ল্যাসিকো ছিল এইটা। ম্যাচের আগে থেকেই বেশ উওেজনা বিরাজ করছিল। কারণ ঐ লামিনের বাজে মন্তব্য।
রিয়াল মাদ্রিদ ৪-২-৩-১ ফর্মেশনে মাঠে নামে। ইঞ্জুরি থেকে ফিরে একাদশে জায়গা করে নেয় সেন্টার ব্যাক ডিন হুইজেন। অন্যদিকে বার্সেলোনার ফর্মেশন ছিল ৪-৩-৩। ইঞ্জুরির কারণে বার্সেলোনার বেশ কিছু খেলোয়ার ছিল স্কোয়ার্ডের বাইরে। যাইহোক খেলাটা শুরু হয় বাংলাদেশ সময় রাত ৯ টা ১৫ মিনিটে। ম্যাচের শুরু থেকেই এ যেন একেবারে অন্যরকম রিয়াল মাদ্রিদ। বেশ চাপ সৃষ্টি করতে থাকে। ফলাফল ম্যাচের প্রথমেই একটা গোল দিয়ে কিলিয়ান এমবাপ্পে। তবে সেটা অফসাইডের জন্য বাতিল হয়ে যায়। তারপরও রিয়াল মাদ্রিদ তাদের আক্রমনের ধারা অব্যাহত রাখে। ম্যাচের ২২ মিনিটের সময় বেলিংহামের দারুণ এক পাসে বলটা পেয়ে যায় কিলিয়ান এমবাপ্পে। এমবাপ্পের দারুণ এক ফিনিশ। ১-০ তে লিড নেয় রিয়াল মাদ্রিদ। এরপরেও রিয়াল মাদ্রিদ আক্রমণ করতে থাকে। দারুণ কিছু সুযোগ তৈরি করলেও প্রতিপক্ষ গোলরক্ষক সেজনি বেশ দারুণ ভাবে সেগুলো সেভ দিয়ে দেয়।
ম্যাচের ৩৮ মিনিটের সময় আর্দা গুলারের একটা ভুলে বল পেয়ে যায় বার্সেলোনা খেলোয়ার। ফলাফল গোল হজম করতে হয়। ম্যাচে সমতা চলে আসে। কিন্তু রিয়াল মাদ্রিদের খেলা অব্যাহত থাকে। মাঠের বাম প্রান্ত ভিনিসিয়াস বার্সেলোনা ডিফেন্ডার দের একেবারে নাচিয়ে ছাড়ছিল। নিজের অসাধারণ স্কিল ড্রিবলিং দিয়ে বল বের করে নিয়ে যাচ্ছিল। ফলাফল ম্যাচের ৪৩ মিনিটে ভিনিসিয়াসের বাড়িয়ে দেওয়া বল হেড দেয় মিলিটাও। সেটা চলে যায় বেলিংহামের কাছে। বেলিংহাম সহজ সুযোগ মিস করেনি। গোল করে এগিয়ে নেয় দলকে। প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থাকে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে খেলা বেশ কিছুটা ধীরগতির হয়ে যায়। রিয়াল মাদ্রিদ খেলোয়ার রা খুব বেশি আক্রমণে যাচ্ছিল না। ফলাফল বার্সেলোনা ম্যাচে আধিপত্য বিস্তার করতে থাকে। ফলাফল বেশ কিছু সুযোগ তৈরি করলেও কোন গোল তারা দিতে পারেনি।
ম্যাচের ৫২ মিনিটে একটা পেনাল্টি পেয়ে যায় রিয়াল মাদ্রিদ। কিন্তু এমবাপ্পে সেটা মিস করে ফেলে। পুরো ম্যাচে পিচ্চি লামিন ছিল রিয়াল মাদ্রিদের লেফট ব্যাক ক্যারেরাস এর পকেটে হা হা। ম্যাচের একেবারে শেষের দিকে দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড পায় বার্সেলোনা খেলোয়ার পেদ্রি। ম্যাচ শেষ হয়। জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। পুরো ম্যাচে ২৩ টা শর্ট নেয় রিয়াল মাদ্রিদ। যার ১০ টা ছিল অন টার্গেট শর্ট। তবে ম্যাচের পরে ঝামেলা শুরু হয়ে যায়। লামিন ইয়ামাল কে উদ্দেশ্য করে দানি কার্ভাহাল বলে কম কথা বলতে। এটা নিয়ে বেশ উওেজনাকার পরিস্থিতির সৃষ্টি হয়। এল ক্ল্যাসিকোর সেই চিরচেনা পরিবেশ দেখতে পাওয়া যায়। এই জয়ে বার্সেলোনা থেকে পুরো ৫ পয়েন্ট এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। প্রতিশোধ টা নিয়েছে রিয়াল মাদ্রিদ। তবে সেটা যথাযথ হয়নি। কমপক্ষে আরও দুই তিনটা গল দেওয়া উচিত ছিল। এবং সেটা সম্ভবও ছিল।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
















.png)



Daily tadk
https://x.com/Emon423/status/1982717842501124521?t=pQH1uRw9wMz6_FAVdMbbPA&s=19
https://x.com/Emon423/status/1982718133984186381?t=TmcY00fqxe0U-fc3wJQTvg&s=19