অনেকদিন পর দুই বান্ধবী মিলে ঘোরাঘুরি এবং খাওয়া-দাওয়ার মুহূর্ত।
হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @purnima14 বাংলাদেশী,
আজ- ১৮ই, অক্টোবর,শনিবার,২০২৫ খ্রিঃ।
কভার ফটো
কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো। ক্রিয়েটিভিটির পাশাপাশি বিভিন্ন ধরনের হাসিখুশি মুহূর্ত গুলো আপনাদের সাথে শেয়ার করে নিতে খুব ভালো লাগে। মাঝে মাঝে একটু ঘুরতে বের হলে মনটাও ভালো হয়। বেশ কিছুদিন ধরে খুবই প্রেসারের মধ্যে রয়েছি।অনেকদিন পরে আমার বান্ধবি কুষ্টিয়াতে এসেছে। তাই দুজন মিলে একটু ঘুরতে এবং খাওয়া-দাওয়া করতে গিয়েছিলাম। সে মুহূর্ত এই পোষ্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব।
আশা করি আপনাদের ভালো লাগবে।

ঘোরাঘুরি করতে আমার অনেক ভালো লাগে। কিন্তু আজকাল সময় স্বল্পতার কারণে একটুও ঘোরাঘুরি করতে পারে না। আগে তো প্রত্যেক সপ্তাহে কথা না কোথাও ঘুরতে যেতাম। এখন তো একটু ছুটি পাওয়াও হয়ে ওঠেনা। প্রতিদিন তো কলেজ করতেই হয় তার উপরে প্রতিদিন ক্লাস টেস্ট লেগেই আছে। কোনভাবেই সময় বের করতে পারি না একটু ঘুরতে যাওয়ার জন্য। আজ অনেকদিন পর আমার বান্ধবী কুষ্টিয়াতে আসলো। আমার এই বান্ধবীর কথা অনেক পোস্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করেছি।

এটা হল আমার সবথেকে ক্লোজ বান্ধবী। আমার বান্ধবী কুষ্টিয়া তে থাকলে মাঝে মাঝে আমাকে ঘুরতে নিয়ে যায়। বান্ধবীর সাথে ঘুরতে যেতে বেশ ভালোই লাগে। বান্ধবীর বোনের বিয়ের জন্য সে কিছুদিন বাড়িতেই ছিল। আমাকে সেখানে যাওয়ার জন্য ইনভাইট করেছিল। তবে কলেজ এবং কোচিং থাকার কারণে আমি যেতে পারিনি। তাই আমার বান্ধবী আমাকে আজকে ট্রিট দেবে বলে ডেকেছিল।

আমার বান্ধবী মাঝে মাঝে আমাকে ট্রিট দেয়। আজ বিকেলের দিকে আমাদের যাওয়ার কথা থাকলও আমার বান্ধবী আসতে আসতে দেরি করে ফেলেছিল। তাই আমার সঙ্গে নাগাদ একটি রেস্টুরেন্টে যাওয়ার কথা ভাবছিলাম। কুষ্টিয়ার মধ্যে খাবার দাবারের জন্য সবথেকে বেস্ট হয়েছে হেবেঞ্জ কিচেন। আমরা সেখানেই যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি এর আগে অনেকবার গিয়েছি। এখানকার খাবার যেমন সুন্দর এবং সুস্বাদু তেমনই মনমুগ্ধকর এখানকার ডেকোরেশন। খাওয়ার সময় যখন সাইলেন্ট মিউজিক দেওয়া হয়। খাবার খেতে খেতে এই সুন্দর গানগুলো শুনতেও বেশ ভালো লাগে।

আমার বান্ধবী আমাকে আমার মেস থেকে নিতে এসেছিল। ও সব সময় আমার মেস থেকে আমাকে নিয়ে যায় আবার দিয়ে যায়। এই বিষয়টা আমার খুব ভালো লাগে এটা আপনাদেরকে আগেও বলেছি। তারপর দুজন মিলে রিকশায় চেপে গিয়েছিলাম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতেন। সেখানে গিয়ে অনেক দিনের জমিয়ে রাখা গল্প দুজন মিলে করছিলাম। তারপর আমরা সেখানে ফ্রাইড রাইসের একটি কম্ব অর্ডার করেছিলাম। দুজন মিলে বেশ গল্প গানে খাওয়া দাওয়া শেষ করলাম।

যেহেতু এখানে এর আগেও এসেছে সেজন্য নতুন একটা কিছুই আর দেখার নেই। সেজন্য দুজন মিলে খাওয়া-দাওয়া শেষ করে সামান্য কিছু ছবি তুলেছিলাম নিজেদের এবং রেস্টুরেন্টের। রেস্টুরেন্টটা অনেক সুন্দর তাই ছবিটা একটা করতে আমার বেশ ভালো লাগে। আমি কিছু ছবি তুলে নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এতকিছুর মধ্যে খাবারের ফটো তুলতে ভুলে গিয়েছিলাম।

সেখান থেকে বেরিয়ে আসলাম। আসার সময় হঠাৎ করে ফুলের দোকানের সামনে দাঁড়িয়ে আমার বান্ধবী আমার জন্য পাঁচটি গোলাপ ফুল কিনে নিয়ে আসলো। যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। বান্ধবী হলে তো এরকমই হওয়া উচিত এতটা খেয়াল রাখবে এবং ভালোবাসবে।তারপর আবার রিক্সায় উঠে আমাকে আমার মেস অব্দি পৌঁছে দিয়ে গেল। সত্যি আমার বান্ধবীটা অনেক ভালো। অনেকদিন পর দুজন মিলে দারুন একটু সময় কাটালাম।

ছবির বিবরণ
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ১৮ ই অক্টোবর ২০২৫ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া
প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।
আমি কে !
আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত।
@purnima14








দুই বান্ধবী মিলে ঘোরাঘুরি এবং খাওয়া-দাওয়ার সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করেছেন আপু। মাঝে মাঝে সুন্দর সময় অতিবাহিত করতে ভালো লাগে।