Bicentenary

in #esteem6 years ago

image

I wanted to keep it in the heart,
which is in the heart of the man, he has left his own happiness.
Trying to take fragrance of dry flowers, try
it or not , if you do not drink it, then what is the solution and the trouble?
He made me a bald pale necklace in the stupid way, and
he turned away from his own interests.
I did not understand the use of
ghunakrita , how can I find honey filled with poison inside it?
Huffy honey like a patch of the fifth, I
knew that if we were to cry, we would hang the throat.
But I would have gone away slowly, with
the creatures of wild animals in the forest.
Some animals also have many good animals,
they do not want to harm them, who have salt rice.
The free sky rides through the clouds, the
burning of the prisoner increases only the pain of death.
An integral part was just now,
after not only the killer but my heart.
If you find someone who tells you a story,
how happy he is to hurt me.

আগলে রাখতে চেয়েছি যাকে হৃদয়ে সঙ্গোপনে,
সেই আপনই চলে গিয়েছে খুশী আপন মনে।
শুকনো ফুলের সুবাস নেবার করলে ব্যর্থ চেষ্টা,
না পান করে দেখলে শুধু মিটবে কি আর তেষ্টা?
গোঁড়ায় গলদ কলুর বলদ আমায় বানিয়ে,
বিচক্ষণ সে সরে গিয়েছে নিজের স্বার্থ নিয়ে।
ঘুনাক্ষরেও বুঝতে পারিনি করছে ব্যবহার,
কেমনে জানব উপরে মধু বিষে ভরা তার ভেতর?
পঞ্চমির ওই ছাঁদের মত বাকা মধুর হাসি,
বুঝতাম যদি কান্না হয়ে পরাবে গলায় ফাঁসি।
তবে আমি আস্তে করে দূরে সরে যেতাম,
গহীন বনের জীব জানোয়ার সঙ্গী করে নিতাম।
কিছু কিছু মানুষ থেকেও পশু অনেক ভাল,
অনিষ্ট তার করতে চায়না যার নুন ভাত খেল।
মুক্ত আকাশ মেঘের সারি স্বাধীন ঘুরে বেড়ায়,
দহন আমায় করল বন্দী বেদনা শুধু বাড়ায়।
অবিচ্ছেদ্য অংশ ছিল এখন শুধুই পর,
পর শুধু নয় হত্যাকারী আমার এ অন্তর।
পাও যদি কেউ তোমরা তাকে বলবে একটা কথা,
কতটা সুখী হয়েছে সে আমায় দিয়ে ব্যথা।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.031
BTC 67879.12
ETH 3787.66
USDT 1.00
SBD 3.46