Nannar Morog polao
বেচারাম দেউড়ির ঐতিহ্য কে খেয়ে আসলাম.. বলতেই হবে, নান্নার মোরগ পোলাউ আসলেই একটা চিজ!!!
ফিরনি টা একটা চক্ষম জিনিস... পুরাই ফিল নিয়ে খাওয়ার মতো একটা জিনিস..
মুরগির রান টা ছিল মসলায় হাবু ডুবু খাওয়া ... তারা একরকমের ফ্লেভার ব্যবহার করে খাদ্যে যেটা খাবারের স্পেশালিটি বাড়িয়ে দেয়..
পোলাউ টা যেই তেই পোলাউ এর মত না.. খাইলেই বুঝবেন..
এবার আসি বোরহানি তে, রাজ্জাক এর পরে এটির বোরহানি ভাল্লাগলো আমার কাছে...
এবার হচ্ছে খাসির কাবাব, সাইজে ছোট হলেও খেতে বেশ মজা.. মশলা আর মাংসের পারফেক্ট কম্বিনিশন..
আসলেই সব মিলিয়ে অনেক মজার ছিল। আমি আবার যাব সুযোগ পেলে।
মোরগ পোলাউ: টেষ্ট: 9/10
দাম: 120 টাকা
এক্সট্রা পোলাউ: 20 টাকা
বোরহানি: লিটার 120 টাকা, টেষ্ট: 8/10
ফিরনি: 25 টাকা, টেষ্ট: 9.5/10
খাসির কাবাব: 25 টাকা, টেষ্ট : 8.5/10# header
সাথে একটা মসলা দেয় ফ্রি তে, সেটা ও একটা মাক্ষন..👌👌👌
গুলিস্তান যেয়ে রিকশা নিবেন , রিকশা কে বলবেন বেচারাম দেউরি তারা মসজিদ এর সামনে নামাইয়া দিতে, সেটার বিপরীতে নান্না..
