শীতকাল মানেই বিভিন্ন ধরনের মেলা।
বাংলা ভাষার কমিউনিটি
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন।
বাংলাদেশ ছয় ঋতুর দেশ। আর এই ছয় ঋতুর মধ্যে শীতকাল যেন আলাদা একটা আবেগ নিয়ে আসে। শীত মানেই কুয়াশা, হালকা ঠান্ডা, পিঠার গন্ধ, আর সেই সাথে মেলা। শীতকালে বৃষ্টি খুব একটা হয় না বললেই চলে। আবহাওয়া থাকে শুষ্ক ও আরামদায়ক। আর এই কারণেই শীতকালকে ঘিরে গ্রাম-শহর সর্বত্র গড়ে ওঠে ছোট-বড় নানা ধরনের মেলা।
বিশেষ করে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ এই তিনটি জেলায় শীতকাল এলেই মেলার ছড়াছড়ি দেখা যায়। কারণ বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় এই এলাকাগুলোতে মানুষের ঘনবসতি অনেক বেশি। বিপুল সংখ্যক মানুষ বসবাস করার কারণে যেকোনো মেলাতেই এখানে ভালো সেল হয়। তাই দেখা যায়, কোথাও একটু খালি জায়গা পেলেই সেখানে কোন না কোন অস্থায়ী মেলা বসে যায়।
আমাদের বাসার পাশেই চাষাড়া সংলগ্ন জিয়া উদ্যান। এই জায়গাটাতে যেন বারো মাসই কোনো না কোনো মেলা লেগেই থাকে। কখনো বইমেলা, কখনো পণ্য মেলা, কখনো আবার উদ্যোক্তা মেলা। গত সপ্তাহে সেখানে গিয়ে দেখি বিসিক উদ্যোক্তা মেলা বসেছে। বিভিন্ন ছোট উদ্যোক্তা তাদের তৈরি পণ্য নিয়ে বসেছেন।দেখতেও ভালো লাগছিল, কিনতেও আগ্রহ জাগছিল।
গতকাল অফিস থেকে বের হওয়ার পরই একটা বিষয় আমার নজরে পড়ে। আশপাশে কোথাও বেশ জোরে বক্স বাজছে। সাধারণত এই ধরনের শব্দ মানেই বুঝে নিতে পারি কোথাও না কোথাও নিশ্চয়ই মেলা বসেছে। কৌতূহল নিয়ে এগিয়ে গেলাম। গিয়ে দেখি সত্যিই সেখানে ছোটখাটো একটি মেলা বসেছে।
মেলায় ঢুকতেই চোখে পড়ল নানা রকম রঙিন আলো, মানুষের ভিড় আর দোকানের সারি। মেলার ভেতরে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হতে দেখলাম। তবে সবচেয়ে বেশি চোখে পড়েছে গৃহস্থালির জিনিসপত্র। প্লাস্টিকের বালতি, থালা-বাসন, কাপ-পিরিচ, হাঁড়ি-পাতিল প্রায় সব ধরনের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসই ছিল। দামও তুলনামূলকভাবে ন্যায্য।
এছাড়াও দেখা গেল বিভিন্ন ধরনের খাবারের দোকান। শিশুদের জন্য খেলনা, রঙিন বেলুন, ফাস্টফুডের স্টল সব মিলিয়ে মেলার একটা প্রাণবন্ত পরিবেশ। কিছু দোকানে কসমেটিকস বিক্রি হচ্ছিল, আবার কোথাও শীতের পোশাক। নারীরা আগ্রহ নিয়ে জিনিস দেখছেন, দরদাম করছেন, কেউ কেউ সাথে করে শিশু নিয়ে ঘুরে বেড়াচ্ছেন।
শুনলাম, প্রায় এক সপ্তাহ ধরে এই মেলাটি এখানে বসে আছে। মানুষও কম আসছে না। অনেকক্ষণ ধরে আমি ঘুরে বেড়ালাম। ভিড় দেখে বোঝা গেল মোটামুটি ভালোই মানুষের জমায়েত হয়েছে। বিশেষ করে সন্ধ্যার পর মেলাটা যেন আরও প্রাণ পেয়ে যায়।সবচেয়ে ভালো লেগেছে মানুষের মুখের হাসি।গৃহস্থালির দরকারি জিনিস কম দামে কিনতে পেরে অনেকেই খুশি। শহরের ব্যস্ত জীবনে এই ছোট ছোট মেলাগুলো যেন একটুখানি স্বস্তির নিঃশ্বাস। পরিবার নিয়ে ঘোরাঘুরি, কেনাকাটা, একটু আনন্দ সবকিছু একসাথেই পাওয়া যায়।
শীতকাল আর মেলা এই দুটো যেন একে অপরের পরিপূরক। বড় কোনো পরিকল্পনা ছাড়াই হঠাৎ চোখে পড়া এমন একটি মেলা অনেক সময় মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। আমাদের আশপাশের এই ছোট ছোট মেলাগুলোই আসলে শহরের জীবনে গ্রামবাংলার সেই চিরচেনা উৎসবের আমেজ ফিরিয়ে আনে।
Photographer- @joniprins
Device- Realme C53
Location- Narayanganj,Dhaka
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server




















