জীবনের অস্তিত্ব জুড়ে বাবার অবদান অপরিসীম ❤️

father-3871837_1920.jpg

Source

বাবা, এমন একটি শব্দ, যেই শব্দের মূল্যায়ন অনেক বেশি তবে সেই শব্দের মূল্যায়ন হয়তো আমাদের এই সমাজ সঠিকভাবে দিতে পারে না। আমরা সবসময়ই নিজেদের মাকে নিয়ে গর্ব করি, নিজের মায়ের প্রশংসা করি এবং সব জায়গায় মিডিয়া থেকে শুরু করে খবরের কাগজ এবং বিভিন্ন ধরনের পত্রিকায় এবং নিজেই মাকে নিয়ে সবসময় লেখা হয়। বিভিন্ন ধরনের প্রতিবেদন আমরা ফেসবুকে ঢুকলেই দেখতে পারি তবে বাবাকে নিয়ে অনেক কম লেখা হয়। তবে এই মানুষটা আমাদের জন্য যেসব সেক্রিফাইস করে গেছে সেই মানুষটা সে সব কিছু কারো সাথে শেয়ার করতে পারেনা।

বাবা সেই ছোটবেলা থেকেই আমাদেরকে মানুষ করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যান। তার পরিশ্রমগুলো আমাদের চোখে ঠিকই পরে তবে সেই সাথে বাবাদের কঠোরতাও আমাদের চোখে পড়ে যার। কারণে সবকিছু বাহানা থেকে শুরু করে সবকিছুই আমরা নিজেদের মায়ের সাথে শেয়ার করি। মা কিন্তু আবার বাবার সাথে সেই বিষয়গুলো শেয়ার করেন। বাবাকে সবকিছু সামাল দিতে হয়। নিজের পরিবার, নিজের কর্মসংস্থান সব কিছু। তিনি আমাদেরকে এই সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছেন। এর জন্য বাবা দিবস কেন কোনদিনও কিন্তু বাবাকে একবার জড়িয়ে ধরে বলা হয়নি বাবা তোমাকে অনেক বেশি ভালোবাসি।

মা-দের মন খারাপ হলে মা কান্না করে রাগারাগি করে কিন্তু বাবাদের চোখে অশ্রু দেখতে পাওয়া যেন ডুমুরের ফুল। যেটা আসলে কখনোই আমরা দেখতে পারিনা। তবে একটি বয়সে উন্নীত হওয়ার পরে সেসব সেক্রিফাইস গুলো সেসব কষ্টগুলো নিজের চোখের সামনে ভাসে। তখন যে নিজেকে কতটা অসহায় বলে মনে হয় সেটা আসলে বলা বাহুল্য। আপনার বাবা যদি এখনো বেঁচে থাকে তাহলে আপনি অনেক সৌভাগ্যবান বলে আমি মনে করি। বাবাকে একদিন জড়িয়ে ধরে বলবেন বাবা তোমাকে অনেক বেশি ভালোবাসি। এরপরে দেখবেন কি হয়! এই অনুভবটা আমি কিছুদিন আগেই নিয়েছি তাই এই বিষয়টা অনেক ভালোভাবে আপনাদের সাথে ইসপ্লেইন করতে পারছি। যাই হোক আজকের মত এখানেই শেষ করছি। আমাদের সম্পূর্ণ অস্তিত্ব জুড়ে রয়েছে বাবাদের ভালোবাসা। সকল বাবাকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা।

ABB.gif

Sort:  

আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতো সুন্দর একটি নিবন্ধন আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আশা করি আপনি আমাদেরকে এরকম আরো নিবন্ধন উপহার দিবেন।