"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ৮৫০ [ তারিখ : ২৪-১২-২০২৫ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


DIY-জিন্সের কটিতে হাতের কাজের ডিজাইন by @monira999


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম-মোছা: মনীরা আক্তার মুন্নি। জাতীয়তা- বাংলাদেশী। শখ-তাঁহার প্রিয় শখ গুলো হলো: রান্না করা, ফুল গাছ লাগানো, ফটোগ্রাফি করা, ছবি আঁকা ইত্যাদি। তবে এগুলোর মধ্যে তাঁহার সবচেয়ে প্রিয় শখ হচ্ছে ফটোগ্রাফি করা।শিক্ষাগত যোগ্যতা- অনার্স শেষ করে বর্তমানে মাস্টার্সে অধ্যায়নরত আছেন। স্টিমিট ব্লগিং ক্যারিয়ার-২০২১ সালের জুলাই মাসে স্টিমিটে জয়েন করেছিলেন এবং এখন মোট ব্লগিং ক্যারিয়ারের বয়স ৯৯৩ দিন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot 2025-12-24 221948.png

Screenshot 2025-12-24 222017.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


Photo.jpg

DIY-জিন্সের কটিতে হাতের কাজের ডিজাইন by @monira999 (২৪/১২/২০২৫ )

আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। হাতের কাজ করতে আমার বেশ ভালো লাগে। যদিও আগে কখনো সেভাবে হাতের কাজ করতাম না। তবে ইদানিং কেন জানি এই কাজটি করতে আমার অনেক ভালো লাগে। তাই একটি সুন্দর কটির কাজ করেছি। আশা করছি সবার ভালো লাগবে।
মাঝে মাঝে নতুন কিছু করতে ভালো লাগে। আর পুরনো কোন কিছু দিয়ে যখন নতুন কিছু তৈরি করা হয় তখন দেখতে ভালো লাগে। আমি একটি জিন্সের কটি সুন্দর করে সাজিয়ে তোলার জন্য নিজেই হাতের কাজ করার চেষ্টা করেছি। ছোট বাচ্চাদের ড্রেসে যদি হাতের কাজ করা হয় তাহলে দেখতে অনেক বেশি ভালো লাগে। আর এই সুন্দর হাতের কাজটি আমি সুতো দিয়ে করেছি। সুঁই সুতার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি---


সৃজনশীলতার বিষয়টি নিয়ে আমি একটু বেশী আগ্রহবোধ করি কারণ এখানে যেমন কল্পনা শক্তির উপস্থিতি থাকে ঠিক তেমনি দারুণ প্রচেষ্টাও সচল থাকে। আর এই কারণেই শেষ মুহুর্তের ফলাফলটা দারুণ হয়ে উঠে। যে কোন প্রচেষ্টার সাথে যদি আন্তরিকতা থাকে, কল্পনাশক্তির দারুণ সমন্বয় থাকে, সেখানে ভালো কিছু হবে সেটা নিয়ে কোন সন্দেহ থাকে না, কিংবা থাকার কথাও না। আর এই কারণেই সৃজনশীলতার বিষয়টিকে আমি সামনে রাখার চেষ্টা করি।

আমরা অনেক কিছু কল্পনা করি কিন্তু সব সময় সেটাকে ফুটিয়ে তোলতে পারি না, আবার অনেক ক্ষেত্রে আমরা দারুনভাবে চেষ্টা করে যাই কিন্তু শেষটা ভালো করতে পারি না। সমন্বয় এখানে দারুণ একটা সমীকরণ করে থাকে। আজকে ফিচারড পোষ্ট বাছাই করতে গিয়ে এই পোষ্টটি দেখি, বেশ ভালো লেগেছে আমার কাছে, সৃষ্টিশীল কিছু সব সময়ই সকলের নিকট ভালো লাগে। পুরাতন কিছুকে দারুণভাবে সেটাকে আকর্ষণীয় করে তুলতে পারে, আর হয়েছেও সেটা।


Photo.jpg

ফটো- @monira999 আপুর পোষ্ট হতে নেয়া হয়েছে।


তবে সুঁই সুতার ব্যবহারটা সত্যি অনেকটাই ধৈর্য নিয়ে করতে হয়, এখানে সময় ও প্রচেষ্টা দুটোই দারুণভাবে থাকতে হয়। উনি বেশ সুন্দরভাবে পুরো কাজটি সম্পন্ন করেছন। আমার কাছে শেষ দৃশ্যটা দারুণ লেগেছে। ভালো কিছু করার চেষ্টা করলে সেটার ফলাফলটা ভালো না হয়ে যাবে কোথায়, হি হি হি। আশা করছি উনার এই সৃষ্টিকর্ম আপনাদের কাছেও ভালো লাগবে।

ধন্যবাদ সবাইকে।

Banner 4 years.png

Banner PUSS0.png

Sort:  
 15 hours ago 

হাতের কাজ করতে একটু সময় লাগলেও এই কাজটি করতে আমার খুবই ভালো লেগেছে। আজকের ফিচারড আর্টিকেল পোস্টে আমার এই পোস্ট নির্বাচিত করা হয়েছে দেখে সত্যিই ভালো লাগলো।