"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ৮২৬ [ তারিখ : ২৭-১১-২০২৫ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


ডাই পোস্টঃ রঙ্গিন কাগজ দিয়ে ফুল তৈরি by @selina75


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নামঃ সেলিনা আখতার শেলী । জাতীয়তাঃ বাংলাদেশী। বর্তমানে গৃহিনী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছেন।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকেন। ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা তার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি তার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে তিনি নিজেকে গর্বিত মনে করেন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

01.png
02.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


Zskj9C56.jpg

ডাই পোস্টঃ রঙ্গিন কাগজ দিয়ে ফুল তৈরি by @selina75 (২৬/১১/২০২৫ )

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন-নিরাপদে থাকেন। আজ ৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,হেমন্তকাল । ২২শে নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি ডাই পোস্ট নিয়ে।আজ আমি রঙ্পুগিন কাগজ দিয়ে ফুলের ডাল বানানোর বানানোর পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো।বেশ অনেকদিন পর আজ কাগজের ফুল বানালাম। রঙ্গিন কাগজ দিয়ে বানানো জিনিসগুলো বেশ সুন্দর লাগে। আর বানানোর পর এই ফুলের ডালটিও দেখতে বেশ সুন্দর লাগছিলো। ঘর সাজাতে এ ধরনের ফুলের ডাল ব্যবহার করলে বেশ সুন্দর লাগবে/ আমিও তাই করেছি। ফুলের ডালটি বানাতে আমি উপকরণ হিসেবে ব্যবহার করেছি রঙ্গিন কাগজ সহ আরও কিছু উপকরণ । তাহলে চলুন দেখে নেয়া যাক,ফুলের ডাল বানানোর ধাপগুলো।---


সৃজনশীলতা কিংবা ক্রিয়েটিভি এটা ক্ষণিকের জন্য হয় না বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে এবং এগিয়ে যাওয়ার দীর্ঘ সময়ের জন্য প্রযোজ্য হয়। তবে হ্যা, এখানে একটা শর্ত থাকে আর সেটা হলো কাংখিত দক্ষতা। যদি আপনার মাঝে কাংখিত দক্ষতা না থাকে তাহলে হয়তো জোর প্রচেষ্টায় আপনি কিছু সময়ের জন্য নিজেকে একটা ক্রিয়েটিভ ব্যক্তি কিংবা সৃজনশীলতা সম্পন্ন কিছু হিসেবে উপস্থাপন করতে সক্ষম হবেন। সেটা কিন্তু দীর্ঘ সময়ের জন্য হবে না, কারণ আপনি সেটা ধরে রাখতে পারবেন না, সেই সক্ষমতা আপনার মাঝে নেই।

কথাগুলো এই জন্য বললাম কারণ আমার বাংলা ব্লগের ইউজারদের অবস্থা অনেকটাই এখন সেই রকম। আজকে আমার ফিচারড পোষ্ট করার তারিখ, কমিউনিটির পেজে সৃজনশীলতামূলক কিংবা ক্রিয়েটিভ তেমন কোন লেখা খুঁজে পেলাম না, এটা সত্যি দুঃখজনক। মাত্র দুই-তিনজন ছাড়া কেউ এখন ভালো কিছু শেয়ার করেন না। এর হয়তো নানা দিক আছে কিন্তু মূল বিষয়টি হলো কোয়ালিটি যে কোন পরিস্থিতির মাঝেই ধারা রাখতে হয়। আমরা সেটা জানি কিন্তু বাস্তবে প্রতিপালন করতে চাই না, এখানেই আমাদের যত সমস্যা। সময়ের সাথে সাথে আমরাও কেমন জানি সঠিক অবস্থান হতে সরে যাই, টিকে থাকার লড়াইয়ে হেরে যাই।


Zskj9C56.jpg

ফটো- @selina75 আপুর পোষ্ট হতে নেয়া হয়েছে।


যাইহোক, সৃজনশীলতামূলক একটা পোষ্ট ঠিক বাছাই করতে পেরেছি এটাই আমার অন্তত আজকের দিনের জন্য শান্তনা। কারণ ফিচারড পোষ্ট করার ক্ষেত্রে আমার ৯০% টার্গেট থাকে সৃজনশীলতামূলক কিছু বাছাই করা এবং তার কাজের বা প্রচেষ্টার যথাযথ মূল্যায়ন করার চেষ্টা করা। আপনার প্রতিটি কাজ যদি সেটা কোয়ালিটি সম্পন্ন হয় তাহলে অবশ্যই সেখানে আপনি মূল্যায়ীত হবেন। হ্যা, অনেক ক্ষেত্রেই সেটা সাথে সাথে হয় না, তাই তার জন্যও আমাদের ধৈর্য ধরতে হয়। আজকের ফিচারড পোষ্টটি আপনাদের ভালো লাগবে আশা করছি।

ধন্যবাদ সবাইকে।

Banner 4 years.png

Banner PUSS0.png