"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৮২৮[ তারিখ : ২৯.১১.২০২৫ ]


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @nilaymajumder


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ


অধরের নাম - নিলয় মজুমদার।উনি একজন কম্পিউটার সায়ন্স এর ছাত্র।উনি ভালোবাসেন ফটোগ্রাফি করতে। উনি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। সেইসাথে উনি বিভিন্ন জিনিস তৈরি করতেও বেশ ভালোবাসেন এবং ঘুরাঘুরি করা ওনার পছন্দের কাজের মধ্যে অন্যতম। স্টিমিট প্ল্যাটফর্ম এ যুক্ত হয়েছেন ২০২১ সালের জানুয়ারি মাসে।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

1000002508.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


1000002506.jpg

হিসাব করে খরচ করুন। ... @nilaymajumder (29.11.2025 )

জীবনে যদি আমরা কোন কিছুই হিসাব করে খরচ করতে না পারি তাহলে জীবনের শেষ পর্যায়ে এসে আমরা বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে থাকবো। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যারা হিসাব করে জীবনে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করে তারা কিন্তু .. .


আজ উনার লেখাটি পড়ে সত্যিই ভালো লাগলো।উনি যেভাবে সহজ ভাষায় জীবনের বাস্তব কথাগুলো তুলে ধরেছেন সেটা আমাদের অনেকেরই প্রয়োজন ছিলো। উনি শুধু টাকা খরচে হিসাব করার কথা বলেননি।সে সাথে সময়,কাজ আর জীবনের প্রতিটা সিদ্ধান্তে হিসেব রাখার গুরুত্বটা খুব সুন্দরভাবে বুঝিয়েছেন।লেখাটা পড়তে পড়তে মনে হলো উনি একদম বাস্তব অভিজ্ঞতা থেকে কথা বলছেন।তাই কথাগুলো আরো বেশি ভালো লেগেছে। ।উনি যেটা বলেছেন যে সময় হিসাব করে না চললে কাজ গুলো গুলিয়ে যায়।সত্যিই সেটা আমাদের দৈনন্দিন জীবনের বড় একটা সত্যি।

আমরা অনেকেই কাজ ফেলে রাখি,সময় নষ্ট করি।তারপর শেষে গিয়ে চাপের মুখে পরি।উনার লেখা এই অংশগুলো একদম চোখ খুলে দেওয়ার মতো।আরেকটা ভালো লাগার বিষয় হলো উনি শুধু সমস্যা বলেননি সে সাথে সমাধানও বলেছেন।কীভাবে হিসেব করে চললে জীবন সুন্দরভাবে এগোতে পারা যায় সেটা উনি খুব সহজভাবে বুঝিয়েছেন।উনার এমন বাস্তবমুখী লেখা বেশ অনুপ্রেরণা দেয়।

1000002506.jpg


ছবিগুলো @nilaymajumder এর ব্লগ থেকে নেওয়া

উনার পোস্ট এর বানান, মার্কডাউন এবং কভার ফটো সব কিছুই বেশ সুন্দর। আশা করছি ভবিষ্যতেও তিনি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত থাকবেন এবং কাজের এ ধারা অব্যাহত রাখবেন।

ধন্যবাদ সবাইকে।

Banner New.png

puss_mini_banner4.png

Sort:  
 last month 

ফিচার্ড আর্টিকেলে নিলয় দাদার পোস্ট দেখে অনেক ভালো লাগলো। বেশ দারুন একটি টপিক নিয়ে লিখেছেন এবং বাস্তবসম্মত। সত্যিই আমাদের হিসাব করে খরচ করা উচিত অতিরিক্ত অপচয় করা ঠিক না সেটা সময় হোক অথবা কাজ হোক।অনেক ধন্যবাদ পোস্টি ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য।