"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৮৩৭ [ তারিখ : ০৯.১২.২০২৫ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @sabbirakib
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম - মুহাম্মদ সাব্বির আকিব। জন্মসূত্রে একজন বাংলাদেশি।জেলাঃ চাঁদপুর, থানাঃ ফরিদগঞ্জ। থাকেন ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানাধীন দক্ষিণ গাজীরচট নামক স্থানে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রসায়নে স্নাতক (সম্মান) সম্পন্ন করেছেন। বর্তমানে একটি ফার্মেসিতে ফার্মাসিস্ট হিসাবে কর্মরত রয়েছেন। বিবাহিত এবং আল্লাহ একটি পুত্র সন্তানের জনক করেছেন।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
জেনারেল রাইটিং - দূষিত শহর ঢাকা।... @sabbirakib (09.12.2025 )
উনার এই লেখাটি পড়ে ভাবলাম যে আজকের ফিচার্ড আর্টিকেল হিসেবে ওনার এই পোস্টটি মনোনীত করা যাক। কারণ ঢাকার বাস্তব সমস্যাগুলো উনিখুব সহজ ভাষায় তুলে ধরেছেন।উনু শহরের দূষণ, শব্দ, যানজট, নোংরা পরিবেশ, ফুটপাত দখল, নিরাপত্তাহীনতা এসব বিষয় নিজের অভিজ্ঞতার ভিত্তিতে সরাসরি বলেছেন। লেখার ধরন একদম সোজাসাপ্টা,কোনো জটিল শব্দ বা কাব্যিকতা নেই। আসলে আমরা নিজেরাও খুব সহজেই বুঝতে পারছি উনার হতাশার জায়গাটা।
যেখানে ঢাকা হওয়া উচিত ছিলো বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা।কারণ সেটা হলো বাংলাদেশ এর জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয় একটি জায়গা। কারণ এটা আমাদের রাজধানী। কিন্তু দুঃখের বিষয় হলো সেটা এখন একটা বসবাস এর অযোগ্য স্থান এবং এটা ভাবতে গেলেও কষ্ট লাগে। কারণ এমনটা হওয়া কখনোই উচিত ছিল না। আর উনি এ বিষয়গুলো খুব সুন্দরভাবে তুলে ধরেছেন এবং আমার মনে হয় আমাদের সকলের এই বিষয়গুলো সম্পর্কে ভাবা উচিত।আর সব মিলিয়ে লেখাটি একদম সত্যভিত্তিক,স্পষ্ট আর আমাদের সাধারণ মানুষের অনুভূতি থেকে লিখা।যেটা আসলে ঢাকা যে বসবাসের অযোগ্য শহর সেই হিসেবটাই তুলে ধরে।
ছবিগুলো @sabbirakib এর ব্লগ থেকে নেওয়া
উনার পোস্ট এর বানান, মার্কডাউন এবং কভার ফটো সব কিছুই বেশ সুন্দর। আশা করছি ভবিষ্যতেও তিনি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত থাকবেন এবং কাজের এ ধারা অব্যাহত রাখবেন।ধন্যবাদ সবাইকে।




