"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ৮৪৪ [ তারিখ : ১৭-১২-২০২৫ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @maksudakawsar
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম - মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে উনি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে উনি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছেন।তিনি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও উনি ভালোবাসেন মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। উনি ভালোবাসেন গান শুনতে এবং গাইতে। অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসেন। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতেও বেশ পছন্দ করেন।স্টিমিট প্লাটফর্ম এ যুক্ত হয়েছেন ২০২২ সালের মার্চ মাসে।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
লাইফ স্টাইল পোস্ট -“সারাদিনের ক্লান্তি ভুলতে প্রিয় জায়গায় কিছুটা সময়” by ... @maksudakawsar (17.12.2025 )
এই লেখাটিতে উনি একটানা দায়িত্ব, ক্লান্তি আর ভোরের নীরব সৌন্দর্যের ভেতর দিয়ে যাওয়ার ব্যক্তিগত অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন বেস সুন্দর ভাবে।উনার এই লেখাটির সবচেয়ে শক্ত দিক হলো বাস্তবতার ব্যাপারটা। পরীক্ষা,দায়িত্ব,ভোরে বের হওয়া,গাড়ি না পাওয়া, বসের ফোন এই সবকিছুই খুব পরিচিত এবং জীবনের কাছাকাছি।আমরা আসলে সহজেই নিজেকে উনার জায়গায় কল্পনা করতে পারি। বিশেষ করে ভোরের রাস্তাঘাট, বাতাস, রিকশায় চড়ে শহর পাড়ি দেওয়ার অংশটুকু খুব জীবন্তভাবে লিখেছেন।
কিন্তু লেখাটি আবেগপ্রবণ হলেও অতিরিক্ত আবেগে হেভি হয়ে যায়নি। ক্লান্তি, ভয়, বিরক্তি এই অনুভূতিগুলো স্বাভাবিকভাবেই তুলে ধরেছেন। উনি নিজের দুর্বলতা লুকানোর চেষ্টা ও করেননি।স্পষ্টভাবেই বলেছেন যে ঘুম কম হওয়া, ভয় পাওয়া, দুশ্চিন্তার কথা। উনার এই স্পষ্টতা এই লেখাটাকে আরও সুন্দর করেছে।সব মিলিয়ে দায়িত্ববোধ আর ক্লান্তির ভেতর লুকিয়ে থাকা ছোট্ট শান্তির মুহূর্ত গুলো সুন্দরভাবেই তুলে ধরেছেন।
ছবিগুলো @maksudakawsar এর ব্লগ থেকে নেওয়া
উনার পোস্ট এর বানান, মার্কডাউন এবং কভার ফটো সব কিছুই বেশ সুন্দর। আশা করছি ভবিষ্যতেও তিনি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত থাকবেন এবং কাজের এ ধারা অব্যাহত রাখবেন।ধন্যবাদ সবাইকে।




