"ইউনিভার্সিটিতে অজানা ফুলের উৎপত্তি"

in আমার বাংলা ব্লগ2 months ago (edited)

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালো আছি,আর তাই চলে আসলাম একটি অনুভূতি শেয়ার করতে।

ইউনিভার্সিটিতে অজানা ফুলের উৎপত্তি:

IMG_20251111_045206.jpg

বন্ধুরা,প্রতিনিয়ত আমি ভিন্ন ভিন্ন পোষ্ট করতে পছন্দ করি।তেমনি আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সম্পূর্ণ ভিন্নধর্মী একটি পোস্ট নিয়ে।আজকের পোস্টটি শেয়ার করবো আমাদের ইউনিভার্সিটির অজানা ফুলের ফটোগ্রাফি ও অনুভূতি নিয়ে।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে, তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক---

IMG_20251111_045406.jpg

বৃহস্পতিবারের কথা।এখন ইউনিভার্সিটিতে ঠিক মতো ক্লাস হয়না, অবশ্য সব ডিপার্টমেন্ট কিংবা সবার ক্লাস বললে ভুল হবে।আমাদের হিস্ট্রি ডিপার্টমেন্ট থার্ড সেমিস্টারের ঠিকমতো ক্লাস হচ্ছে না।

দিনে একটি কিংবা দুটি করে ক্লাস,সেদিনও তেমনি একটি ক্লাস হয়েছিলো।তাই আমি ও আমার এক বান্ধবী বিপাসা চলে গিয়েছিলাম লাইব্রেরি রুমের দিকে।আসলে ক্লাসে আমরা কয়েকজন ইউনিভার্সিটিতে লাইব্রেরি কার্ড করিনি।এই লাইব্রেরি কার্ড কাজে লাগবে না বলেই করা হয়নি, তবে ফোর্থ সেমিস্টারের জন্য নাকি এটা বাধ্যতামূলক।তাই বাধ্য হয়ে লাইব্রেরি কার্ড করতে লাইব্রেরী রুমের দিকে গেলাম।

IMG_20251111_045312.jpg

IMG_20251111_045152.jpg

সেখানে যেতেই দেখলাম যেখানে আগে পরিষ্কার-পরিচ্ছন্ন ছিল সেখানে আগাছা,বুনো ফুল ও ঘাসে জঙ্গল হয়ে গিয়েছে।অজানা এক ধরনের ফুল সারাজায়গা জুড়ে ছেয়ে গেছে।যদিও বেশ দেখতে লাগছিলো আর ফুলগুলো ছোট্ট ছোট্ট হলেও অনেকটা দেখতে কাগজ ফুলের আকৃতির।তাই আমার বান্ধবীর আবার ভিডিও করতে ইচ্ছে হলো,আর আমাকে তার ফোনটি ধরিয়ে দিলো ভিডিও করার জন্য।তো ভিডিও করার পর আমিও কয়েকটি ফটোগ্রাফি করে নিলাম, আসলে ক্যান্টিনের ঠিক পিছন দিকেই এই অবস্থা।তাছাড়া আশেপাশের বিল্ডিংগুলি পুরোনো ধাঁচের হওয়াতে মাঝে মাঝেই জঙ্গল থেকে সাপ বের হয় ইউনিভার্সিটিতে।তবুও ইউনিভার্সিটির কর্মকর্তাদের কোনো দায় নেই যেন,এতটা আগাছা জন্মেছে যেখানে সেখানে।

IMG_20251111_045240.jpg

IMG_20251111_045300.jpg

লাইব্রেরী রুমে গিয়ে জিজ্ঞাসা করতেই একটি লিংক দেখিয়ে দিলো।ওই লিংকটি অনলাইনে ফিলাপ করে সাবমিট করে তবেই ওদের দেখালে লাইব্রেরী কার্ড দিবে।ওখানে বসেই আমরা সব ফিলাপ তো করলাম কিন্তু যখন শুধুমাত্র একটি ছবি আপলোড করা বাকি ছিল।তখন হাজার চেষ্টা করেও সেটি আমরা আপলোড করতে পারিনি নেটওয়ার্ক সমস্যার জন্য।যেখানে সেইদিনই আমাদের কাজ মিটে যায় সেখানে আটকে থাকলো ওই একটি কারণে।অবশ্য বাড়ি ফিরে সহজেই আমি ফর্মটি সাবমিট করেছিলাম।

IMG_20251111_045226.jpg


আশা করি আমার আজকের লেখা অনুভূতিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।