"ইউনিভার্সিটিতে অজানা ফুলের উৎপত্তি"
নমস্কার
ইউনিভার্সিটিতে অজানা ফুলের উৎপত্তি:
বন্ধুরা,প্রতিনিয়ত আমি ভিন্ন ভিন্ন পোষ্ট করতে পছন্দ করি।তেমনি আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সম্পূর্ণ ভিন্নধর্মী একটি পোস্ট নিয়ে।আজকের পোস্টটি শেয়ার করবো আমাদের ইউনিভার্সিটির অজানা ফুলের ফটোগ্রাফি ও অনুভূতি নিয়ে।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে, তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক---
বৃহস্পতিবারের কথা।এখন ইউনিভার্সিটিতে ঠিক মতো ক্লাস হয়না, অবশ্য সব ডিপার্টমেন্ট কিংবা সবার ক্লাস বললে ভুল হবে।আমাদের হিস্ট্রি ডিপার্টমেন্ট থার্ড সেমিস্টারের ঠিকমতো ক্লাস হচ্ছে না।
দিনে একটি কিংবা দুটি করে ক্লাস,সেদিনও তেমনি একটি ক্লাস হয়েছিলো।তাই আমি ও আমার এক বান্ধবী বিপাসা চলে গিয়েছিলাম লাইব্রেরি রুমের দিকে।আসলে ক্লাসে আমরা কয়েকজন ইউনিভার্সিটিতে লাইব্রেরি কার্ড করিনি।এই লাইব্রেরি কার্ড কাজে লাগবে না বলেই করা হয়নি, তবে ফোর্থ সেমিস্টারের জন্য নাকি এটা বাধ্যতামূলক।তাই বাধ্য হয়ে লাইব্রেরি কার্ড করতে লাইব্রেরী রুমের দিকে গেলাম।
সেখানে যেতেই দেখলাম যেখানে আগে পরিষ্কার-পরিচ্ছন্ন ছিল সেখানে আগাছা,বুনো ফুল ও ঘাসে জঙ্গল হয়ে গিয়েছে।অজানা এক ধরনের ফুল সারাজায়গা জুড়ে ছেয়ে গেছে।যদিও বেশ দেখতে লাগছিলো আর ফুলগুলো ছোট্ট ছোট্ট হলেও অনেকটা দেখতে কাগজ ফুলের আকৃতির।তাই আমার বান্ধবীর আবার ভিডিও করতে ইচ্ছে হলো,আর আমাকে তার ফোনটি ধরিয়ে দিলো ভিডিও করার জন্য।তো ভিডিও করার পর আমিও কয়েকটি ফটোগ্রাফি করে নিলাম, আসলে ক্যান্টিনের ঠিক পিছন দিকেই এই অবস্থা।তাছাড়া আশেপাশের বিল্ডিংগুলি পুরোনো ধাঁচের হওয়াতে মাঝে মাঝেই জঙ্গল থেকে সাপ বের হয় ইউনিভার্সিটিতে।তবুও ইউনিভার্সিটির কর্মকর্তাদের কোনো দায় নেই যেন,এতটা আগাছা জন্মেছে যেখানে সেখানে।
লাইব্রেরী রুমে গিয়ে জিজ্ঞাসা করতেই একটি লিংক দেখিয়ে দিলো।ওই লিংকটি অনলাইনে ফিলাপ করে সাবমিট করে তবেই ওদের দেখালে লাইব্রেরী কার্ড দিবে।ওখানে বসেই আমরা সব ফিলাপ তো করলাম কিন্তু যখন শুধুমাত্র একটি ছবি আপলোড করা বাকি ছিল।তখন হাজার চেষ্টা করেও সেটি আমরা আপলোড করতে পারিনি নেটওয়ার্ক সমস্যার জন্য।যেখানে সেইদিনই আমাদের কাজ মিটে যায় সেখানে আটকে থাকলো ওই একটি কারণে।অবশ্য বাড়ি ফিরে সহজেই আমি ফর্মটি সাবমিট করেছিলাম।
| আশা করি আমার আজকের লেখা অনুভূতিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন। |
|---|
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | জেনারেল রাইটিং |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|










টাস্ক প্রুফ:
কমেন্টস লিংক--
https://x.com/green0156/status/1988786276989046945?t=ETPk9KiTccio5LsPSm4bnQ&s=19
https://x.com/green0156/status/1988787159919391219?t=TSGLwhMpDxl4bGh6ZzXztQ&s=19
https://x.com/green0156/status/1988789324943610173?t=rHaQ_195eDpyoANoi4Ih2w&s=19