বিদায়ের অনুভূতি
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।
বিদায়ের অনুভূতি
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা অনুভূতি মূলক পোস্ট নিয়ে। কিছু কিছু অনুভূতি কখনো বলে বা লিখে প্রকাশ করা যায় না। যাইহোক বিদায় কষ্টের। তারপরেও আমাদের বিদায় দিতে হয়। আসলে ভালো কাজের জন্য বিদায় দিতে গেলেও কষ্ট হয়। তবে কিছু কিছু বিদায়ের মাঝে আছে আনন্দ। আর সেই আনন্দ খুঁজে পাওয়া মুশকিল। সত্যি বলতে ভালো কিংবা মন্দ সব কাজে বিদায় দিতে হ। তবে ভালো কাজের ক্ষেত্রে আমাদের বিদায়টা বেশি ভালো লাগে। এমনি এক বিদায়ের অনুভূতি নিয়ে আজ আপনাদের মাঝে এসেছি।তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।
আমার মেয়ে ক্লাস ফাইভে পড়ে। আসলে তাদের স্কুলে মাঝে মাঝে টিফিন দেয়।যদিও সময়ের অভাবে তাকে বেশি দূরে দিতে পারিনি।তবে এবার দেব। সবাই দোয়া করবেন।যাইহোক তারা চার বান্ধবী খুবই ক্লোজ। তারা এক সাথে সব সময় থাকে। তবে এবার ক্লাস সিক্স এ পড়বে।তবে সবাই তো আর এক স্কুলে পড়বে না।আর আগের মতো দেখা ও হবে না।তারজন্য তাদের মনে অনেক কষ্ট। সবাইকে একেক জায়গায় ভর্তি হবে।তাই তারা ক্লাস পার্টির দিন থেকে বেশ কষ্টে আছে।যদিও তাদের বিদায়টা আনন্দের। তারপরেও তারা অনেক দুঃখ পাচ্ছে। আসলে ছোট বেলার মতো বন্ধু বান্ধবী জীবনে আর কখনো হয় না।আমার মেয়ে শেষ বিদায়ের দিন এমন বেশ কিছু ফটোগ্রাফি করে নিয়েছি। তাই কিছু ফটোগ্রাফি নিয়ে আমি একটা পোস্ট লিখলাম। আসলে ভবিষ্যতে যেন উরা ওদের এই দিনটিকে ফিরে দেখতে পারে।
আসলে ছবি গুলো গ্যারিতে অনেক সময় থাকে না। তবে আমার বাংলা ব্লগ থেকে কখনো হারিয়ে যাবে না।যাইহোক উটা এতোটা আনন্দ পেয়েছিল বলার মতো নয়।আবার সবাই আলাদা হবে তারজন্য কষ্টে বুক ফেটে যাচ্ছে। যদিও ওদের তেমন বয়স হয়নি।যাইহোক এখন সবার পরীক্ষা চলছে।আর কয়েক দিন আছে।তারপর সবাই সবাইকে গিফট দিয়েছে। আসলে বাচ্চা মানুষ যে যা পারছে তাই দিয়েছে। কথায় আছে না শকের তুলা আশি টাকা। গিফট নিয়ে বাড়িতে আসার পরে আমার মেয়ে কান্না করছে। আম্মু ওদের সাথে আর দেখা হবে না এমন ভাবে।
আসলে এক সাথে পাঁচটি বছর পড়েছে। এখন তাদের ছেড়ে আবার নতুন বান্ধবী হবে সেটা মেনে নেওয়া সত্যি কষ্টকর। যাইহোক পৃথিবীতে সবাই আলাদা এসেছি। তাই সব কিছু আলাদা হবে এটাই স্বাভাবিক। আর আমাদের সব কিছু মেনে নিতে হবে। আর কিছু কিছু অনুভূতি কখনো বলে বা লিখে বুঝানো সম্ভব নয়। যাইহোক সবাই ওদের জন্য দোয়া করবেন। যেন সবাই ভবিষ্যতে ভালো হতে পারে।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
| প্রয়োজনীয় | উপকরণ |
|---|---|
| ফটোগ্রাফার | @parul19 |
| ডিভাইস | redmi note 12 |
| লোকেসন | ফরিদ পুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।








https://x.com/MimiRimi1683671/status/1996928227336753547?t=Wrd0NYTOV4dIx7wgaEI7-Q&s=19
https://x.com/MimiRimi1683671/status/1996928799133606146?t=A3zBO12GXVbhM0aFhSeiAg&s=19
https://x.com/MimiRimi1683671/status/1996929335316676623?t=YRu7UXf2tymvXjxIxFLIvg&s=19