ফিফা বিশ্বকাপ ড্র!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
যদি আপনাকে জিজ্ঞেস করা হয় পৃথিবীর সবচাইতে বড় আনুষ্ঠানিক ইভেন্ট কোনটা আপনি কী বলবেন? এটা হলো ফিফা বিশ্বকাপ যেটা কীনা চার বছরে একবার হয়।২০২৬ ফিফা বিশ্বকাপ আয়োজিত হবে কানাডা, মেক্সিকো এবং আমেরিকা তে। ৪৮ টা দল অংশগ্রহণ করবে। আগামী বছর জুলাইতে শুরু হবে সেই আসর। গতকাল রাতে ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। আজ আমি কথা বলব সেটা নিয়েই। আমেরিকা তে অনুষ্ঠিত হয়ে ইভেন্ট টা। ফুটবলের অনেক তারকা সেখানে ছিল। পাশাপাশি ছিল প্রতিটা দলের কোচ। এবং বিশেষ আকর্ষণ হিসেবে ছিল আমেরিকার বতর্মান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমি পুরো অনুষ্ঠান টাই দেখেছিলাম। ফুটবলের প্রতি একটা আসক্তি আমার বরাবরই আছে। এবং নিজের পছন্দের দল ব্রাজিলের প্রতিপক্ষ কারা হয়। পাশাপাশি অন্য কোন দল কোন গ্রুপে পড়ে সেটা দেখার অপেক্ষায় ছিলাম।
আগামী বিশ্বকাপে ৪৮ টা দল ১২ টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। দ্বিতীয় রাউন্ডে যাবে ৩২ টা দল। প্রতিটা গ্রুপ থেকে চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দল সরাসরি যাবে। এবং বাকি ৮ টা দল যাবে গ্রুপ পর্বে তৃতীয় স্থানে যাদের পয়েন্ট সবচাইতে বেশি তারা। ড্র হওয়ার আগে একটা নিয়ম ছিল এমন। একই গ্রুপে দুইটা আমেরিকান, এশিয়ান, আফ্রিকান দল থাকবে না। শুধুমাত্র দুইটা গ্রুপে ২ টা ইউরোপিয়ান দল থাকবে এবং বাকি গ্রুপ গুলোতে থাকবে একটা করে দল। এখন দেখে আসা যাক কোন গ্রুপে কে পড়েছে।
| গ্রুপ | দল |
|---|---|
| এ | মেক্সিকো, সাউথ আফ্রিকা, দ.কোরিয়া, উয়ফা কো. |
| বি | কানাডা, কাতার, সুইজারল্যান্ড, উয়েফা কো. |
| সি | ব্রাজিল, মরোক্কো, হাইতি, স্কটল্যান্ড |
| ডি | আমেরিকা, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, উয়েফা কো. |
| ই | জার্মানি, কুরাসাও, আইভেরি কোস্ট, ইকুয়েডর |
| এফ | নেদারল্যান্ডস, জাপান, তিউনেশিয়া, উয়েফা কো. |
| জি | বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড |
| এইচ | স্পেন, কোপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে |
| আই | ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, ফিফা কো. |
| জে | আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান |
| কে | পর্তুগাল, উজবেকিস্তান, কলম্বিয়া, ফিফা কো. |
| এল | ইংল্যান্ড ক্রোয়েশিয়া, ঘানা, পানামা |
এই দলগুলো খেলবে গ্রুপ পর্বে। প্রথমে কথা বলব আমার পছন্দের দল ব্রাজিলের গ্রুপ নিয়ে। ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে আছে আফ্রিকান দল মরোক্কো, হাইতি এবং স্কটল্যান্ড। এখানে ব্রাজিল কে কঠিন পরীক্ষা দিতে হবে মরোক্কোর সাথে। মরোক্কো গত বিশ্বকাপের সেমিফাইনাললিস্ট ছিল। গত বিশ্বকাপে তারা স্পেন, পর্তুগালের মতো দলকে হারিয়েছিল। কিছুদিন আগে এই প্রীতি ম্যাচে মরোক্কোর কাছে ২-১ গোলে হেরেছিল ব্রাজিল। মোটেই সহজ হবে ব্রাজিলের জন্য। তবে গ্রুপের অন্য দুই দল হাইতি এবং স্কলল্যান্ড তুলনামূলক কিছুটা সহজ প্রতিপক্ষ। অন্যদিকে আর্জেন্টিনার প্রতিপক্ষ আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডান। এখানে কঠিন প্রতিপক্ষ কেউ নেই বললেই চলে। ফলে সহজেই গ্রুপ পর্ব অতিক্রম করবে আর্জেন্টিনা।
এখন আলোচনা করব গ্রুপ অফ ডেথ নিয়ে। অর্থাৎ সবচাইতে কঠিন প্রতিপক্ষের গ্রুপ। আমার দৃষ্টিতে গ্রুপ অফ ডেথ হলো গ্রপ এল। যেখানে খেলবে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা এবং পানামা। ইংল্যান্ড বিশ্বকাপের অন্যতম দাবিদার। তবে ক্রোয়েশিয়া বেশ দারুণ দল। এবং বিশেষ ভাবে বলতে হয় ঘানার কথা। আফ্রিকার এই দলটা এবার হতে পারে আন্ডারডগ এবং জায়ান্ট কিলার। সুতরাং তাকে নিয়ে চিন্তিত হতেই হবে। বাকি গ্রুপগুলো তুলনামূলক ঠিকঠাক আছে। বিশ্বকাপে রোনালদোর পর্তুগালের গ্রুপপর্বে প্রতিপক্ষ উজবেকিস্তাধ এবং কলম্বিয়া। বাকি একটা দল ফিফা কোয়ালিফিকেশন খেলে আসবে। এই ছিল ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব। আগামী বছর জুলাইতে পর্দা উঠবে আসরের। ৪৮ টা দল ১০৪ টা ম্যাচ শেষে একটা দল চ্যাম্পিয়ন হবে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো এবং সাউথ আফ্রিকা।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।



.png)



Daily task
https://x.com/Emon423/status/1997217629128532301?t=vEupGa9py-SQuFgDvfUFCQ&s=19