অভ্যন্তরীন দ্বন্দ্ব!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
দলের মধ্যে অভ্যন্তরীন দ্বন্দ বা কোন্দল দলের মনোভাব খারাপ করে দেয়। দলের শক্তি কমিয়ে দেয় আত্মবিশ্বাস কমিয়ে দেয়। ঠিক একইভাবে প্রতিপক্ষ এটার সুবিধা নিয়ে নেয়। তারা কখনোই এটা মিস করে না কোনভাবে। যাইহোক আজ হঠাৎ এমন কথা বলার কারণ রিয়াল মাদ্রিদের কোচ এবং খেলোয়াদের মধ্যে অভ্যন্তরীন দ্বন্দ্ব। গত সিজেন ছিল কার্লোর জন্য শেষ সিজেন। কার্লো চলে গেলে রিয়াল মাদ্রিদের ডাগ আউটে কোচ হয়ে আসে সাবেক স্প্যানিস ও রিয়াল মাদ্রিদ খেলোয়ার শাবি আলানচো। শাবি দায়িত্ব নেওয়ার পরে সবকিছু ঠিক মনে হলেও এই কয়েক মাসের মধ্যেই সেটার আসল রুপ বের হয়ে এসেছে। ইতিপূর্বে শাবি ছিল বায়ার লেভারকুজেনের কোচ। সেখানে তার দারুণ ট্যাকটিস সম্পর্কে সবাই অবগত আছে। বহুবছর পরে সে বায়ার লেভারকুজেন কে লীগ শিরোপা জেতায় এবং ইউরোপা লীগের ফাইনালে নিয়ে যায়।
কার্লো যাওয়ার পরে মাদ্রিদ প্রেসিডেন্ট পেরেজের প্রথম পছন্দ ছিল জার্মান মাস্টারমাইন্ড ইয়্যুর্গেন ক্লপ। কিন্তু ক্লপ সরাসরি না বলে দেয়। কারণ আপাতত সে আর কোচিং এ ফিরতে চাই না। সুতরাং রিয়াল মাদ্রিদ তাদের দ্বিতীয় পছন্দের দিকেই যায়। আর সেটা ছিল শাবি। যেহেতু শাবি রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়ার সে মাদ্রিদের মেন্টালিটি সম্পর্কে ধারণা রাখে। এই সিজেনে রিয়াল মাদ্রিদ যতগুলো বড় ম্যাচ খেলেছে পিএসজি, অ্যাতলেটিকো মাদ্রিদ এবং লিভারপুলের সাথে হেরেছে। এগুলো খুবই বাজেভাবে হেরেছে। জিতেছে শুধু বার্সেলোনার সাথে। পাশাপাশি কিছু কিছু ছোট দলের সাথেও পয়েন্ট হারিয়েছে রিয়াল মাদ্রিদ। গত ম্যাচে এলচের সাথে করেছে ড্র। এরপরই দলের খেলোয়াদের শাবির প্রতি সন্দেহ করতে শুরু করেছে। এবং সেটা নিজের মুখে প্রকাশ করে ভিনিসিয়াস জুনিয়র।
রিয়াল মাদ্রিদের সাথে ভিনিসিয়াসের চুক্তি শেষ হবে ২০২৭ সালে। এইজন্য অনেক দিন ধরেই রিয়াল মাদ্রিদ চাচ্ছে ভিনির সাথে চুক্তি নবায়ন করতে। কিন্তু প্রথমে ভিনি তার স্যালারি বাড়াতে বলে। মাদ্রিদ সেটা প্রথমে না মানলেও পরবর্তীতে মেনে নেয়। গতদিন মাদ্রিদ প্রেসিডেন্ট পেরেজের সাথে একটা মিটিং হয়েছে ভিনিসিয়াসের। সেখানে পেরেজ তার স্যালারি বৃদ্ধি করে চুক্তি নবায়ন করতে রাজি হয়। কিন্তু তখনই ভিনিসিয়াস বলে কোচ শাবির সঙ্গে তার সম্পর্ক ঠিক না হলে সে চুক্তি নবায়ন করবে না কোনভাবেই। এরপরই তৈরি হয় নানান জল্পনা কল্পনা। সবমিলিয়ে রিয়াল মাদ্রিদের ডাগ আউটে ২০ ম্যাচের মতো খেলিয়েছেন শাবি। কিন্তু তিনি এখনও তার সেই সেরা কম্বিনেশন বের করতে পারেন নাই। তিনি এখনও দলের উপর এক্সপেরিমেন্টই করে যাচ্ছেন।
এটা নিয়ে রিয়াল মাদ্রিদ সমর্থকদের মধ্যেও অসন্তোষ দেখা দিয়েছে। কোচ এবং খেলোয়াদের মধ্যে এমন কোন্দল থাকলে দলের জন্য মোটেই ভালো কিছু হবে না। শাবিকে স্যাগ করার পক্ষে আমি না। শাবি যেহেতু এসেছে তাকে একটা সিজেন সময় দেওয়া উচিৎ। পাশাপাশি ভিনিসিয়াসের উচিৎ আপাতত মেনে নিয়ে শাবির পরিকল্পনা মতো খেলা। কারণ শাবি রিয়াল মাদ্রিদের শুধু কোচ না প্রাক্তন খেলোয়ার। শাবি রিয়াল মাদ্রিদের প্রতি ঠিক কতোটা লয়্যাল এটা প্রতিটা মাদ্রিদ ভক্ত জানে। আর এমন টা হলে ভিনিসিয়াসের উচিত রিয়াল মাদ্রিদ থেকে চলে যাওয়া। যদিও ভিনিসিয়াস আমার সবচাইতে পছন্দের খেলোয়ার। কিন্তু দলের থেকে কেউ বড় না। আর রিয়াল মাদ্রিদ সবসময় এটাই অনুসরণ করে এসেছে পরবর্তীতেও করবে।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।



.png)



Daily task
https://x.com/Emon423/status/1993233197539422485?t=Ugx1an-tWp_mi7oAfOMlEQ&s=19
https://x.com/Emon423/status/1993232837752111201?t=EgnbrlHKEGfMvJQvp3WtfQ&s=19
https://x.com/Emon423/status/1993233500531835347?t=wFtn_UpNvgj18432RudtcQ&s=19