শখের মূল্য শূন্য টাকা।

in #fire15 hours ago

1000013452.jpg
কয়েকদিন আগে আমাদের পাশের গ্রামে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে পাশাপাশি কয়েকটি ঘর পুড়ে যায়। এতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঘর গুলোতে আর বসবাস করার মতো অবস্থা নেই। তাদের সারা জীবনের অর্জন এক নিমিষেই শেষ হয়ে গেছে। ঘর গুলোতে আলমারি, শোকেস, ফ্রিজ, খাট সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। আমি প্রথম দেখে অবাক হয়ে তাকিয়ে ছিলাম। এজন্যই বলি মানুষের সখের মূল্য শূন্য টাকা। আমি এই প্লাটফর্মে নতুন জানি না কিভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে হয়। তবে আপনাদের কাছ থেকে আমি শিখতে চাই। আশা করি আপনারা আমাকে হেল্প করবেন।