দীর্ঘ দিন পর আমাদের ছোট পুকুরে মাছ ধরলাম।
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
রবিবার, ১৯ ই সেপ্টেম্বর ২০২৫ ইং
দীর্ঘ দিন পর আমাদের ছোট পুকুরে মাছ ধরতে নামলাম। সকালটা ছিল একেবারে রৌদ্রোজ্জ্বল, কিন্তু বাতাসে ছিল শীতলতা আর গ্রামবাংলার সেই চেনা গন্ধ। আমাদের জমির পাশে এই ছোট পুকুরটি বহু বছর ধরে আছে একসময় এটি ছিল আমাদের পরিবারের প্রিয় জায়গা। ছোটবেলায় প্রায়ই এখানে আমরা সবাই মিলে মাছ ধরতে নামতাম, কেউ জাল ফেলত, কেউ পানিতে হাত দিয়ে মাছ ধরার চেষ্টা করত। আজ এত বছর পর আবার সেই পুরনো আনন্দ ফিরে এলো।
পুকুরের পানি এখন অনেকটাই শুকিয়ে গেছে, কাদা আর অল্প পানি মিশে তৈরি হয়েছে এক অনন্য দৃশ্য। সকালে সবাই মিলে পুকুরে নেমে পড়লাম। কেউ বালতি হাতে পানি তুলছে, কেউ কাদা সরাচ্ছে, কেউ আবার কাদার মধ্যে হাত ঢুকিয়ে মাছ খুঁজছে। গায়ে-মাথায় কাদা মাখলেও তাতে কোনো আপত্তি নেই, বরং হাসি-ঠাট্টায় মেতে উঠেছে সবাই। পুকুরের পাড়ে রাখা লাল আর নীল বালতিগুলো ভর্তি হতে শুরু করল ধরা মাছ দিয়ে রুই, কাতলা, পুঁটি, মাগুর সব মিলিয়ে একেবারে উৎসবের পরিবেশ তৈরি হলো।
চারপাশে সবুজ ধানক্ষেতের ছায়া পড়ে আছে পানির উপর, পাখির ডাক আর ঝিরঝির হাওয়া যেন আরও প্রাণ এনে দিচ্ছে মুহূর্তটিতে। মাঝে মাঝে কেউ কাদা থেকে উঠে এসে শ্বাস নিচ্ছে, আবার কেউ হাসতে হাসতে বলছে, এই যে, একটা বড় মাছ গেলএমন আনন্দের হাসি শহরের কোনো বিনোদনের সঙ্গে তুলনা করা যায় না।এই ছোট পুকুরটি আমাদের পরিবারের স্মৃতির অংশ হয়ে আছে বহু বছর ধরে। বাবা-মায়ের মুখে শুনেছি, একসময় এই পুকুরের মাছ দিয়েই নাকি প্রতিবছর নববর্ষের উৎসবে ভোজের আয়োজন হতো।
আজ আমরা আবার সেই ঐতিহ্যকে একটু হলেও ছুঁয়ে দেখলাম।দিনের শেষে যখন সূর্যের আলো নরম হয়ে এল, আমরা সবাই মিলে জাল গুটিয়ে পাড়ে উঠলাম। ধরা মাছগুলো এক পাশে সাজিয়ে রাখলাম, সবাই ক্লান্ত কিন্তু তৃপ্ত। সেই কাদামাখা পরিশ্রমে, গ্রামের মাটির গন্ধে আর নিজের হাতে ধরা মাছের আনন্দে মনটা ভরে গেল।আজকের দিনটা শুধু মাছ ধরার নয় এটা ছিল অতীতের সঙ্গে এক সুন্দর পুনর্মিলন। আমাদের ছোট পুকুরটি যেন আবার জীবন্ত হয়ে উঠল, আর তার সঙ্গে জেগে উঠল আমাদের গ্রামের পুরনো স্মৃতি, হাসি, আর সহজ সুখের মুহূর্তগুলো।
| Device | iPhone 11 |
| ---- | ---- |
| Camera | 11+11 MP |
| County | Bangladesh |
| Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness






পুকুর থেকে মাছ ধরতে কিংবা নদী থেকে মাছ ধরতে খুবই ভালো লাগে। আমি যখন গ্রামের বাড়িতে যাই তখন আমি মাছ ধরার চেষ্টা করি। আপনার পোস্ট দেখে ভালো লাগলো ভাই।