পতাকার প্রতি ভালোবাসা

in আমার বাংলা ব্লগlast year

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।



আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। বেশ কিছুদিন ধরে খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে সময় যাচ্ছে। ছেলের পরীক্ষা। তার জন্য সময় করে উঠতে পারছি না কোন কাজের। প্রতিদিন সকাল বেলায় ঘুম থেকে উঠে স্কুল যেতে হয়। স্কুল থেকে এসে রান্নাবান্না করে কিছুটা রেস্ট নিলে আবার সন্ধ্যার সময় বড় ছেলেকে নিয়ে বসতে হয়। এমনি সময় হলে আমাকে তেমন একটা পড়াতে হয় না। বাসার টিচারই সব পড়া কমপ্লিট করে দেয়। কিন্তু পরীক্ষার সময় একটু না নিয়ে বসলে হয় না। ছোট মানুষ পড়ালেখার প্রতি খুব একটা আগ্রহ নেই। সন্ধ্যার সময় ওকে নিয়ে বসলে সময় কোথা দিয়ে চলে যায় টেরই পাইনা। আজকে পরীক্ষা শেষ হলো। মনে হচ্ছে যেন ছোটবেলা আমাদের পরীক্ষা শেষ হলে যে রকম আনন্দ পেতাম সেরকম আনন্দ হচ্ছে। এখন বেশ কিছুদিন আরামে কাটানো যাবে।



6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzu3kqkQsfxzJ3iYMNiXPJvrv3SmHbvNYPwkWwpw6xVLUVd8NVQ675CUvx3x9unvujbzrfNtGtCxhtNN8e.png

credit : @hafizullah



পতাকা প্রতিটি দেশের পরিচয় বহন করে। জাতীয় পতাকা প্রতিটি দেশের নিজস্ব প্রতীক স্বরূপ। দূর থেকে কোন একটি দেশের পতাকা দেখলেই বলে যাওয়া যায় এটি কোন দেশের পতাকা। আর এই পতাকার প্রতি সবারই একটি দুর্বলতা থাকে। শুধু যে নিজ দেশের পতাকার প্রতি দুর্বলতা থাকে তা কিন্তু না। সকল দেশের পতাকার প্রতি আলাদা একটা সম্মান কাজ করে। নিজের দেশের পতাকার প্রতি যদি একটু দুর্বলতা বেশি থাকে, কিন্তু অন্য দেশে পতাকার প্রতিও সম্মান কোন অংশ কম থাকে না।


বর্তমান সময়ের বিভিন্ন জায়গায় পতাকাকে অসম্মান করতে দেখা যাচ্ছে। যারা আসলে অন্য দেশে পতাকাকে অসম্মান করে তারা কোন দেশের পতাকাকে সম্মান করতে পারেনা। নিজ দেশের পতাকাকে সম্মান করতে গিয়ে অন্য কোন দেশের পতাকাকে অসম্মান করাটা একেবারেই ঠিক নয়। এদের আসলে শিক্ষার অভাব বলা চলে।


পতাকা হাতে নিয়ে যখন উড়ানো হয় তখন নিজের মধ্যে অন্যরকম একটা ভালোলাগা কাজ করে। মনে হয় যেন শরীরের প্রতিটি লোম দাঁড়িয়ে যায়। পতাকা হাতে নিলে জানিনা সবার এই অনুভূতিটি হয় কিনা। ছোটবেলা থেকেই পতাকাকে সম্মান করে এসেছি। এখান থেকে মূলত এই পতাকার প্রতি ভালোবাসা।

নিজের দেশের পতাকার প্রতি যে রকম ভালোবাসা এবং ভালোলাগা কাজ করে ঠিক সেরকমই ভালো লাগা কাজ করে অন্য দেশের পতাকা দেখলে। কিছুদিন ধরে আমার বড় ছেলেকে দেখছি বিভিন্ন দেশের পতাকা আঁকার চেষ্টা করছে এবং সব দেশের পতাকা দেখে দেশের নাম বলার চেষ্টা করছে। হয়তো পতাকার প্রতি ভালোবাসা থেকে সে এগুলো করছে। আমাদের সবারই প্রতিটি দেশের পতাকার প্রতি সম্মান দেখানো উচিত। অন্য দেশের পতাকাকে সম্মান করতে পারলেই না নিজের দেশের পতাকার প্রতি সম্মান প্রদর্শন করা হবে।

বর্তমান সময়ে বাংলাদেশ-ভারত নিয়ে যে যুদ্ধ চলছে তা কখনোই কাম্য নয়। আমরা সবসময়ই বন্ধু ছিলাম বন্ধু থাকবোই। আশাকরি এগুলো সাময়িক রাজনৈতিক টানাপোড়ান। সময়ের সাথে সাথে এগুলো খুব দ্রুতই ঠিক হয়ে যাবে। এগুলোর মধ্যে নিজেদেরকে না জড়ানোই আমার মনে হয় ভালো। হিন্দু মুসলিম আমরা মিলেমিশে এদেশে বসবাস করি। আশেপাশের বাড়িঘর গুলোতে তাকালে দেখা যায় যে হিন্দু মুসলিমদের মধ্যে কত ভালো সম্পর্ক। কিন্তু কিছু কিছু মানুষের জন্য এই সম্পর্ক গুলোর নাম খারাপ হয়। যাইহোক খুব দ্রুত এই সমস্যার সমাধান হোক তাই আশা রাখি।


এই ছিল আমার আজকের আয়োজন। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 last year 
IMG_2746.pngIMG_2745.png
IMG_2744.pngIMG_2742.png

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

পতাকার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা থাকা উচিত। পতাকার অবমাননা করা উচিত নয়। আর এই বিষয়টাকে আমি তীব্র নিন্দা জানাই। তবে বর্তমানে বিভিন্ন জায়গায় শুধু পতাকার অবমাননা দেখা যাচ্ছে। ভালোবাসার মাধ্যমে কিছু সুন্দর করা উচিত হিংসার মাধ্যমে সম্পর্ক ভাঙা উচিত নয়। ভালো লেগেছে আপনার পুরো লেখাটা পড়তে।

 last year 

ঠিক বলেছেন আপু আমাদের সবার পতাকার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা থাকা উচিত। ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনার লেখা পোস্টটি পড়ে ভীষণ ভালো লাগলো আপু।আসলে এই দেশের কিছু মানুষ রয়েছে যারা পতাকার সম্মানটা বোঝেনা।দূর থেকেই কোন পতাকা দেখলে আমরা বুঝতে পারি এটা কোন দেশের পতাকা। পতাকা হচ্ছে আমাদের দেশের পরিচিয়,গৌরব।ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

আমার লেখা পোস্টটি পড়ে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 last year 

ছেলের পরীক্ষা যেহেতু শেষ হয়েছে তাহলে তো বেশ লম্বা ছুটি পেয়ে গিয়েছেন। এখন শুধু ঘোরাঘুরির সময় এসেছে। যাই হোক ঠিক বলেছেন আপু যারা অন্য দেশের পতাকা কে সম্মান জানাতে পারে না তারা কখনও নিজের দেশের পতাকা কে ও সম্মান জানাতে পারে না। যারা এই ঘৃণিত কাজগুলো করেছে তাদের আমরা ঘৃণা করি। পাশাপাশি দু'টো দেশ মিলেমিশে থাকবো সবসময় এটাই চাই আমরা।

 last year 

জি আপু এখন কিছুটা ঘোরাঘুরি করতে পারব। যাই হোক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 last year 

পতাকা মানে এক টুকরো কাপড় না। একটা পতাকা কে অসম্মান করা মানে ঐ দেশটাকে অসম্মান করা। পতাকা কে অবমাননা করা কখনোই কোন প্রতিবাদের মধ্যে পড়ে না। অনেক সুন্দর লিখেছেন আপু। জানি না এই জাতির কবে বুদ্ধি হবে।

 last year 

ঠিক বলেছেন ভাইয়া পতাকা মানে এক টুকরো কাপড় না। এটি একটি দেশের সম্মানের বিষয়। যাই হোক ধন্যবাদ।

 last year 

এটা একেবারেই ঠিক অন্য দেশের পতাকা যারা অসম্মান করে তারা নিজের দেশের পতাকাও সম্মান করতে পারে না। তাদের কোন পতাকার প্রতিই সম্মান নেই। তাদের মধ্যে রয়েছে শিক্ষার অভাব। আর পতাকাকে অসম্মান করা কখনও কোন প্রতিবাদের ভাষা হতে পারে না। আমাদের সবারই উচিৎ প্রতিটি দেশের পতাকাকে সম্মান করা ।

 last year 

আমাদের উচিত সকল দেশের পতাকার প্রতি সম্মান প্রদর্শন করা। যাই হোক ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো আর পোটি পড়ে অনেক কিছু শিখতেও পেলাম। যারা পতাকা সম্পর্কে অর্থাৎ পতাকা বিষয়টি বোঝেনা আমি মনে করি তারাই এই কাজটি লরেছে।আর যারা এই কাজটি করেছে অবশ্যই তারা ঘৃণার কাজটি করেছে।তাই তাদেরকে আমরা ঘৃণার দৃষ্টিতে দেখবো।আমরা চাই সবার মধ্যে সোহাদ্যপূর্ণ সম্পর্ক।

 last year 

আমার পোস্টটি পড়ে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।