Flower photography

in #flower6 months ago

ভালো লাগলে শরীর কামনা করার কোন শেয়ার করা যাচ্ছে আশা করছি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা চলুন শুরু করি। আপনারা যদি ভালোবেসে ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে জানেন সেটা হল অনেক বেশি উপকার হবে। আপনারা যদি এই বিষয়গুলো আমাদেরকে উপস্থাপন করেন আমার ভালো লাগবে।
17212010341454807751831903495393.jpg
আপনাদের মানবতা হবে সেজন্য কেমন লেগেছে। আপনাদের বাংলা জানি অবশ্য আমি একদিন কিছু না সে পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকবেন। এই কামনা কর আজকের মত বিদায় নিতে হবে তাই কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি । গন্ডগোল উপস্থাপনা আপনাদের মাঝে যদিও ফটোগ্রাফি গুলা আপনাদের ভালো লেগেছে সেটা জানাবেন কিন্তু।
17212010045841123156187233650324.jpg
আনন্দ লাগে সেটা জানানোর অনেক অনেক বেশি রয়েছে তাই আপনারা জানাবেন কেমন হয় আপনাদের মাঝে এগুলো কথোপকথনের মাধ্যমে জানাবেন। ফটোগ্রাফি করলাম আর সাথে চশমাতে ভালো লাগবে মা খাইছে নি খাইছেন। বন্ধুরা আপনাদের যদি ফটোগ্রাফি করে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন।

বরাবরের মতো আজকে বিদায় নেবার বেশি কথা না বাড়ি এখানে বিদায় নিতে যাচ্ছি। সবাই যার যার ভালো-মন্দ বিচার করে ব্যস্ততা সেরে অবশ্যই ভালো থাকবেন। আগামী দিনের কোন ফটোগ্রাফি নিয়ে আবারও উপস্থিত থাকবেন এ কামনা করুন ইনশাআল্লাহ।।।

পোস্টের বিবরণ:-
বিভাগপোস্ট।
ডিভাইসrealme
বিষয়ব্লগ
লোকেশনঢাকা, বাংলাদেশ।
কভার@username91

_
_

🙎‍♂️ "চলুন পরিচিত হয়েনি " 🙎‍♂️
FB_IMG_15815213031904387.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @username91 আমি একজন বাংলাদেশী। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আমার শখের বিভিন্ন সেট আছে যা আমাকে সৃজনশীলভাবে নিযুক্ত রাখে এবং শারীরিকভাবে সক্রিয় রাখে। আমি ভিডিও গেম খেলতে ভালোবাসি, যা আমাকে বিভিন্ন জগতে এবং চ্যালেঞ্জের মধ্যে ডুব দিতে দেয়। ক্রিকেট আমার আরেকটি আবেগ; এটি শুধুমাত্র একটি খেলা নয়, ফিট থাকার এবং দলের মনোভাব উপভোগ করার একটি রোমাঞ্চকর উপায়। ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির প্রতি আমার ভালবাসা আমাকে ক্যাপচার করতে এবং সুন্দর মুহূর্তগুলি তৈরি করতে দেয়, সাধারণ দৃশ্যগুলিকে অসাধারণ স্মৃতিতে পরিণত করে। আমার ব্লগের মাধ্যমে, আমি আমার গেমিং অভিজ্ঞতা, ক্রিকেট অ্যাডভেঞ্চার, এবং ভিজ্যুয়াল গল্প বলা, অনুপ্রাণিত করার আশায় এবং অন্যদের সাথে যারা একই ধরনের আগ্রহ শেয়ার করে তাদের সাথে সংযোগ স্থাপন করি।আল্লাহ হাফেজ। 💥