এই ফুলের নাম কি কেউ বলতে পারেন? অনেক সুন্দর একটি ফুল যাহা সব মানুষের মন কেড়ে নেয়

in #flowers2 years ago

এই ফুলের নাম কি কেউ বলতে পারেন? অনেক সুন্দর একটি ফুল যাহা সব মানুষের মন কেড়ে নেয়

এই ফুলের নাম হলো ড্রাগনফুল। আর এর যে ফল হয় তা একসময় মানুষ দেখতেই পেতো না -খাওয়াতো দূরের কথা। বর্তমানে এই ফলটি মানুষ খুবই পছন্দ করে কারণ খেতে অনেক সুসাদু ও স্বাস্থ্যসম্মত।

Screenshot_1.png

আমার ছাদ বাগানে এর ব্যাপক চাষ করে থাকি। আপনাদের সবাইকে স্বাগতম যে আসবেন তাকেই খাওয়াবো ইনশাল্লাহ ।