"কৃষ্ণসায়র ফুলমেলা"(ডালিয়া ফুল বাগানের ফটোগ্রাফি পর্ব : 43)
নমস্কার
"কৃষ্ণসায়র ফুলমেলা"
ডালিয়া ফুল বাগানের ফটোগ্রাফি পর্ব : 43
শীতকাল শেষ হয়ে গিয়েছে অনেক আগেই।তবে শীতকালেই দেখা যায় প্রচুর পরিমাণে নানান রঙিন ফুলের সমাহার।দেখলে যেন চোখ জুড়িয়ে যায়।আর আমি শীতকালেই সংগ্রহ করেছিলাম নানারকমের শেয়ার করা এই ছবিগুলো।তো আমাদের বর্ধমান ইউনিভার্সিটি ও কৃষ্ণসায়র উৎসব কমিটির যৌথ উদ্যোগে একটি ফুলের মেলার আয়োজন করা হয়।যেখানে কৃষি-শিল্প-চিত্র ও পুষ্প সব মিলিয়ে জমজমাট এক মিলনমেলা দেখতে পাওয়া গিয়েছিল।এই ফুলের মেলায় মানুষ তার ফুলের গাছসহ নানা উদ্ভিদ নিয়ে আসে শুধুমাত্র মানুষের দর্শনের জন্য।তো আমি আজ সেই মানুষদের উদ্যোগে তৈরি ডালিয়া ফুল বাগানের ফটোগ্রাফি শেয়ার করবো।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে ডালিয়া ফুলের ফটোগ্রাফিগুলি।তো চলুন শুরু করা যাক---
ডালিয়া ফুল বাগানের ফটোগ্রাফি:
শীতকালের অতি জনপ্রিয় একটি ফুল হচ্ছে ডালিয়া।ডালিয়া ফুল Asteraceae পরিবারের অন্তর্গত এবং এর বিভিন্ন প্রজাতি ও রং রয়েছে।তবে সংকর জাতীয় ডালিয়া ফুল বেশি দেখা যায়।এই ফুলের কন্দ থেকে নতুন চারা গাছ গজানো সম্ভব।তাছাড়া একসময় এই ফুলের কন্দ খাদ্য হিসেবেও ব্যবহার করা হতো।
ডালিয়া ফুল দেখতে অনেকটাই হাইব্রিড প্রজাতির চন্দ্রমল্লিকা ফুলের মতোই। সূর্যমুখী, ডেইজি, চন্দ্রমল্লিকা এবং জিনিয়া ফুলের মতোই ডালিয়া ফুলও রোদ্রুজ্জ্বল পরিবেশ পছন্দ করে।এই ফুলগুলো বেশ বড় জাতীয় ও অনেক পাপড়িবিশিষ্ট হয়ে থাকে।
আমি এখানে বেশ কয়েকটি রঙের ডালিয়া ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি।সাদা-গোলাপির সংমিশ্রন,লাল,লাল-হলুদের সংমিশ্রন, গোলাপী, হলুদ, সাদা,মেরুন ও কমলা রঙের ডালিয়া ফুল।প্রত্যেকটি ফুল অসম্ভব সুন্দর ছিল।যদিও আমি দূর থেকে ছবি তুলেছি।কারণ এত মানুষের ভিড় হয়েছিলো যে দড়ি টাঙানো ছিল।দূর থেকেই না ছুয়ে ফুলগুলো দর্শন করতে হচ্ছিলো ।
ডালিয়া ফুলের গঠন দিন দিন পরিবর্তন হয়ে থাকে, যেখানে প্রতি ডাঁটার মাথায় একটি করে ফুল ফুটে থাকে।ডালিয়া ফুল অতিরিক্ত জল সহ্য করতে পারে না,অতিরিক্ত জল কন্দ পচিয়ে দিতে পারে।তাছাড়া এটি বহুবর্ষজীবী উদ্ভিদ।তাই এই ফুলের গাছ একবার লাগালে বারবার লাগানো যায় ।এটি টবে খুব ভালোভাবে জন্মে।
ফুলমেলাতে চন্দ্রমল্লিকা ফুলের সমাহার অনেক বেশি থাকলেও বেশ কিছু ডালিয়া ফুল ছিল।যেগুলো একটি জায়গায় এমনভাবে সাজানো ছিল যেন দেখে মনে হচ্ছিলো ডালিয়া ফুলের বাগানে চলে এসেছি।ছোট্ট জায়গায় সাজানো ও পরিপাটি ডালিয়া ফুলগুলো অনেক রংয়ের ছিল।যেগুলো বেশ আকর্ষণীয় দেখতে ছিল।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমানের গোলাপবাগ |
আমার পরিচয় |
---|
টাস্ক প্রুফ:
কমেন্টস লিংক--
https://x.com/green0156/status/1977225768494121358?t=8mqYqT5iNgafRYWPPU9tyQ&s=19
https://x.com/green0156/status/1977226538060755155?t=RvXQqeTyax4z0j1ySud0WQ&s=19
https://x.com/green0156/status/1977227633189417451?t=DaflX-XsC0PzF1U-TtK05Q&s=19
আপনি বিভিন্ন রকম কয়েকটি ডালিয়া ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন নাকি ভীষণ ভালো লাগলো। আসলে ফুলের মেলায় গেলে বিভিন্ন রকমের ফুল দেখা যায়। সবচেয়ে বেশি ভালো লাগলো একসাথে এত কালারের ডালিয়া ফুল দেখে। এত সুন্দর ফটোগ্রাফি এবং বর্ণনা করে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
আপনার কাছে আমার পোস্টটি ভালো লেগেছে জেনে খুশি হলাম, ধন্যবাদ আপনাকে।
টুইটার লিংক
আপনার শেয়ার করা এই ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে৷ যেভাবে আপনি এখানে এই ডালিয়া ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ এখানে একের পর এক ফটোগ্রাফি শেয়ার করেছেন৷ তার পাশাপাশি এখানে এই ফটোগ্রাফি গুলোর সাথে আপনি খুব সুন্দর বর্ণনাও শেয়ার করেছেন৷