আত্মার খাদ্য

in #food6 years ago

-মো: জালাল উদ্দিন
দেবিদ্বার, কুমিল্লা
১৮/১১/২০১৮
--------------
দেহের খাদ্য ভাত, মাছ,
পোলাও, কোর্মা, আরো কত কি;
আত্মার যে খাদ্য প্রয়োজন
কভু ভাবছো কি?

খাদ্য, পানীয় নাহি পেলে
দেহ যায় রসাতলে,
আত্মা কি সুস্থ থাকে
খাদ্য কভু নাহি পেলে?

আত্মার খাদ্য স্রষ্টার ফায়েজ,
স্মরণ আর মোরাকাবা;
দিনে দিনে আত্মা হবে
বলিয়ান আর তরতাজা।
----------০০০---------