chicken biriyani

in #food6 years ago

আইটেম : চিকেন বিরিয়ানী।
image
পানসী ফুড এর চিকেন বিরিয়ানী এর কথা আর কি বলবো এক কথায় অসাধারণ। ভাষা দিয়ে লিখে প্রকাশ করার মত না। শুধুমাত্র তাদের অতুলনীয় মানের খাওয়া দাওয়া আর ব্যাবহারের জন্য অন্ততপক্ষে আমার তাদের রেস্টুরেন্ট এ মাসে একবার যেতেই হয় । আগে তাদের বিরিয়ানি এর দাম ছিল ১৬০ এখন ১৭০ হইছে কিন্তু কথা এটা না কথা হইল দাম যেমন ১০ টাকা বাড়ছে খাবার এর মান এর থাকি বেশি উন্নত হইছে,,,, আগে থেকে রাইসের পরিমাণ এখন বেশি আর চিকেন দুইটি এর সাইজ এক কথায় মাশা-আল্লাহ। সালাদ আর আচার এর অস্থির কম্বিনেশন এক কথায় অসাধার সেই টেস্ট । পুরাপুরি বিরিয়ানি খাওয়ার আগে পেট ভরে যায়।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 61478.26
ETH 3385.94
USDT 1.00
SBD 2.52