special chap & nan

in #food8 years ago

এমন ভালবাসা পূর্ণ আবহাওয়াতে ফৌজদারি মোড়ের রান্নাঘরে গিয়েছিলাম কেবল চা খেতে। কিন্তুু চা খেতে খেতে চাপের গন্ধ নাকে আটকে যাওয়ার পর অর্ডার করে ফেললাম চিকেন চাপ, স্পেশাল নান, এরপর আবার চা । রেটিং..
চাপ : ৭/১০
নান : ৭/১০
চা: ৮.৫/১০ ( মূলত এটা খেতেই যাওয়া)
দাম: চাপ ১০০, স্পেশাল নান ২০, চা ১৫।
সার্ভিস : ৭/১০
পরিবেশ : ৬.৫/১০
অতঃপর আবার সোনার বাংলার খিচুড়ি
খিচুড়ি হোক ভুনা অথবা ল্যাটকা না ভ্যাটকা কি যেন যেমনটাই হোক। টেস্ট ভাল থাকলে কয়েক প্লেট সাবাড় করা যায়। রেটিং...
খিচুড়ি : ৭.৫/১০

image

ভাজা- পোড়া: ৭/১০
দাম: ( খিচুড়ি ২৫ টাকা, ডিম চপ ১০, বেগুনী ৩, পেয়াজু ১ টাকা)
সার্ভিস : ৮/১০
পরিবেশ : ৫/১০
যাক আলহামদুলিল্লাহ। রিজিকের মালিক মহান আল্লাহ তায়ালা। সকলকে বৃষ্টিমুখর দিনের শুভেচ্ছা