Lunch time with family

in #food8 years ago

স্থান: কুটুৃমবাড়ি বিরিয়ানি।
( পুলিশ লাইন হাই স্কুলের অপর পাশে)

অনেক দিন পর আমার আম্মু কে নিয়ে বিরিয়ানি খাবার জন্য গেলাম কুটুমবাড়িতে।যাওয়া সার্থক হল। অনেকে দেখি বলা বলি করে যে এটার বিরিয়ানি নাকি ভাল না বাঝে হেরা কি খেয়ে বলে নাকি না খেয়ে বলে জানি না। আমি আর আমার আম্মু খেয়েছি অনেক ভাল লাগছে।আমার মনে হয় মানুষ না খেয়ে দুকানের বদনামি করার জন্য এমন করে।
দাম:১৭০ (গ্রুপ এর মেম্বার হিসাবে ১৫৫)
image
স্বাদ: ৮/১০
ব্যবহার: ৯/১০
পরিবেশ:৮(কিন্তু জায়গা ছোট আর ও বড় করতে হবে)