Kacchi

in #food8 years ago

সত্ত্যি আমার খাওয়া বেস্ট কাচ্চি।
অনেক দিন ধরেই ভাবতেছি কাচ্চি খাবো। কেথায় কোথায়? প্রথমে বিয়ে বাড়িতে ভাবছি যাবো। তবে গফ বলে ভালো নাহ খাবার। কিছুক্ষন পরেই সুলতান ডাইন এর একটা রিভিউ দেখি। ভাবলাম যাওয়া যায়। গফ ও যেতে রাজি হয়। কিছু না ভেবে চলে গেলাম। তবে যাওয়ার পর মাথায় বাশ - সিরিয়াল। 😖😖
৬৮ নাম্বার সিরিয়াল। আল্লাহ এ তো ১ ঘন্টায় ও শেষ হবে নাহ। 😖😖 নাহ বেশি খন লাগে নাই। ২০ মিনিট এর অপেক্ষার পর সজীব নাম ডাক পড়ে। আহ: কি শান্তি। 😊
দিলাম খেয়ে ২ জনে মিলে।
ওয়েডিং প্লেটার:৫৯৯ টাকা(ভ্যাট বাবায় নাই)
টেস্ট:১০০/১০০
২ জন অনায়েশে খাওয়া যাবে। 😍
ব্যবহার: ১০/৫ ( ভিড় ছিলো বলে তেমন দাম পাই নাই)

image.png
image.png