গাড়ল!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
গাড়ল শব্দটা অনেকেই হয়তো শুনে থাকবেন। আবার অনেকের কাছেই নতুন মনে হবে। শব্দটার সুন্দর একটা বাংলা অর্থ আছে। আমি এখন বলব না আপনারা গুগল অথবা চ্যাট জিপিটি থেকে দেখে নেবেন। তবে এই কথাগুলো কাদের কে বলছি সেটা এখন বলব। গতকাল আমার চতুর্থ সেমিষ্টার এর মিডটার্ম পরীক্ষা শুরু হয়েছে। গতকাল আমার ম্যাথমেটিক্স-৫ এর পরীক্ষা ছিল। চাকরির পাশাপাশি যতটা প্রস্তুতি নেওয়া যায় আমি নিয়েছিলাম। তবে আসল কাহিনী সেটা না। আমার ইউনিভার্সিটিতে আমার যে বন্ধুগুলো আছে ওরা পরীক্ষার সময় সবসময় আমার আশেপাশে বসে। এটার কারণ ওরা সেরকম লেখাপড়া করে না। বেশিরভাগ সময় আমার খাতা দেখেই পাশ করে ওরা।
আমিও ঐরকম কিছু বলি না। ঠিক আছে ব্যাপার না। বন্ধুর জন্য এতোটা করাই যায়। ম্যাথ পরীক্ষার আগে আমি আমার দুজন বন্ধুকে দায়িত্ব দেয় আমাদের কোর্সে এবার বেশ কিছু ডেফিনিশন ছিল। আর আমার ডেফিনিশন টাইপ কিছু একেবারেই মুখস্থ করতে ইচ্ছা করে না। খুবই বিরক্ত লাগে। তো ওদের দুজনকে বলেছিলাম তোদের ম্যাথ নিয়ে কোন টেনশন করা লাগবে না তোরা শুধু ডেফিনেশন গুলো একটু ভালো করে পড়ে আসিস। যদি দুজন ঠিক করে পড়তো সর্বোচ্চ ১ ঘন্টা লাগতো সেগুলো পড়তে। আমি মূলত ইচ্ছা করেই পড়িনি ঐগুলো। তবে ওদের উপর ভরসা আমি করে যায়নি । পরীক্ষার হলে খাতা প্রশ্ন পেলাম পরীক্ষা শুরু হলো। প্রশ্ন মোটামুটি ঠিকঠাক আছে।
আমাদের কোর্স টিচার সাবজেক্ট অনুযায়ী ৭০% মার্কস এর ম্যাথ এবং ৩০% এর ডেফিনেশন দিয়েছেন। যথারীতি আমি প্রথমে ম্যাথ করি। ঐটা আমি করে গিয়েছিলাম এবং আমার কমন এসেছিল। মোটামুটি ৩০ মিনিটের মধ্যে আমি ৭০% মার্কস এর উওর লিখে ফেলি। এখন বাকি মাএ ৩০% এর ডেফিনেশন। আমি যখন আমার ঐ দুই বন্ধুকে বললাম তোরা ডেফিনেশন গুলো আশাকরি লেখেছিস এখন দেখা একটু। কিন্তু ওদের উওরের জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। অর্থাৎ ওরা ঐগুলো পড়া তো দূরের কথা দেখেই নাই। উল্টা আমার থেকে ম্যাথ দেখার জন্য বার বার বলছে। তখন আমার মেজাজ টা এমন খারাপ হলো আমি আর কিছু বলতে পারলাম না।
রেগে গিয়ে ততক্ষণে আমি আমার খাতার উপর প্রশ্ন দিয়ে দিয়েছি। সঙ্গে সঙ্গে দেখি আশেপাশের সবগুলো আমার দিকে তাকিয়ে । অর্থাৎ আমার আশেপাশের একটাও লেখাপড়া করে আসেনি। সবগুলো
আমার খাতা দেখে লিখছিল। মূহূর্তের জন্য আমি হতবাক হয়ে গিয়েছিলাম অর্থাৎ কেউ কিছু পড়ে আসে নাই। তখন আমি অনুধাবন করলাম এসব গাড়লদের পাশে বসায় আমার ভুল হইছে। আমি ইচ্ছা হচ্ছিল খাতা জমা দিয়ে চলে যায় তখনই। কিন্তু ওদের মুখের দিকে তাকানোর পরে আর পারলাম না। গাড়লগুলো নিশ্চিত ফেল করতো। কী আর করার বাকি অংকটুকু দেখিয়ে আমি খাতা জমা দিয়ে চলে আসলাম। গাড়লদের সাথে বন্ধুত্ব করাও একটা ঝামেলা।।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Daily task
https://x.com/Emon423/status/1956633656673378610?t=K7huiaUNwZUq269GYagFOg&s=19
https://x.com/Emon423/status/1956633865432273122?t=nYKBtEChaVzKFjgM5DBSmQ&s=19
https://x.com/Emon423/status/1956634065458618473?t=WFc_rcPJTo-_ooW2cAZnBw&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.