মাতৃভূমিতে আর মাত্র ৮৩ দিনের অতিথি আমি💔💔।
দেশ ছেড়ে অন্য দেশে গমন করতে হবে বিষয়টা ভাবলেই মনের মধ্যে যেন নতুন এক অজানা ঝড়ের সৃষ্টি হয়।মাতৃভূমি পরিত্যাগ করে অন্যত্র গমন করা সত্যি সত্যি কষ্টের ।তবে নিজের অবস্থান এবং নিজের জীবনের পারিপাশ্বিক দিক পরিবর্তন করার জন্যে অবশ্যই এটা করা আবশ্যক।টাকায় হলো পুরুষ মানুষদের জীবনের সর্বশ্রেষ্ঠ শক্তি।যে পুরুষ অর্থহীন সে পুরুষ মেরুদণ্ডহীন এক বিকলঙ্গ মানব।আমার জীবনে এখন লক্ষ্য মাত্র একটাই.........!তার জন্যে যত কষ্টই হোক আর যাই কিছু ত্যাগ তিতিক্ষা স্বীকার করা লাগুগ না কেনো সব করতে আমি এক ইস্পাতের ওপর অনড় এবং প্রস্তুত।তবে সেটা কখনোই অন্যায় এবং খারাপ পথে নয় অবশ্যই হালাল পথে।জীবনে কিছু অবৈধ আগাছার জন্ম হয়েছে সেগুলোকে একদম গোড়া থেকে উপড়ে ফেলা দ্বিতীয় লক্ষ্য।
অবৈধ, এই কথাটাই আমার জীবনে এক কঠিন ঘৃণাকর শব্দ।ইনশা'আল্লাহ অবৈধ বা হারাম পথে কখনোই কোনো কিছু করবনা এটা আমার দৃঢ়তা। আমার এই ছোট্ট জীবনে যত মানুষকেই আমি নিজের মনে করেছি আপন মনে করেছি পরিশেষে তারাই আমাকে কঠিনভাবে কষ্ট দিয়েছে,একদম জীবন টা দুমড়ে মুচড়ে দিয়েছে। ভেতর থেকে আমি একদম জর্জরিত।নিজের আত্মীয়স্বজন ব্যতীত আরও একজন কে নিজের জীবনের অন্তরঙ্গ মনে করেছিলাম কিন্তু না সেও আমার বিশ্বাসের সুযোগ নিয়ে এমন বিশ্বাস ঘাতকতা করেছে সেটা কল্পনার বাইরে।আমি একদিন মজা করেই বললাম আপনি করে বলার জন্যে,কিন্তু খেয়াল করলাম সে যদি আমাকে তুই তুই করে বলতে পারতো তাহলে তার হয়তো আরো ভালো লাগতো,
কিন্তু পরক্ষণেই নোট করে দেখলাম যে ব্যক্তি তার জীবন নষ্ট করেছে সে তাকেই আপনি (ওনার) করে সম্বোধন করছে এবং তার স্মৃতি গুলো আমার থেকে লুকাতে চাইছে।তখন বুঝতে আর বাকি রইলোনা ,দুধ কলা দিয়ে কাল সাপ পালতেছি।যে কাল সাপ একদিন পদে পদে আমাকেই ছোবল মারবে।কারণ তার স্বভাব টাই হলো নোংরামি করা।
ফোন ছাড়া জীবনটা হয়ে গেছে অন্ধকারে জরাজীর্ণ,আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। মানুষ কিভাবে পারে?যে মানুষটা তার জীবনটা ভালো করতে চায় তার লাফটাকেই বার বার অর্থ শুন্য করতে।কিভাবে পারে আঘাতে আঘাতে বেড়াজালে আচ্ছন্ন করতে?আর যে বেয়াদব তার লাইফ নষ্ট করছে তাকে নিজের হৃদয়ে আগলে রাখতে? কেমনে কী?
I deeply hate...............!
আমি যে পরিমাণের কষ্ট পেয়েছি তার থেকে, মনে প্রাণে এবং অন্তর থেকে চাচ্ছি এই আল্লাহর সৃষ্টির মাঝে কোনো মানুষ তো দূরের কথা, সেই কষ্ট যেন কোনো প্রাণীও না পায়। জীবনে আর যাই করি আমার জীবনে কখনও কোনোদিনও এই বেয়াদবরে ক্ষমা করবনা।কেনোনা ক্ষমা করলে সেটা আমার সাথেই অন্যায় করা হবে। কোনো কিছুর বিনিময়,নাতো ক্ষমা করবো দুনিয়ায় আর নাতো কোনোভাবেই পরকালে।কাউকে কষ্ট দিয়ে কেউ বেশিদিন সুখে থাকতে পারেনি,আমি চাইলেই প্রতিশোধ নিতে পারি কিন্তু না,ছেড়ে দিয়েছি ওপর ওয়ালার হাতে তিনি ফয়সালা করবেন।আর আমার প্রতিশোধ হবে কেয়ামতের মাঠে।
যাক সে সব কথা,দেশের বিদায় লগ্নতা জানিনা কেমন হবে তবে আমার প্রিয় মানুষ গুলোর কথা মনে উঠলেই কঠিন খারাপ লাগছে।প্রিয় মানুষ বলতে মা বাবা এবং আমার আদরের ছোট্ট টুকটুকি ভাতিজি আছে।মোটামুটি সব কিছুই গোছিয়ে নেওয়া শেষ এখন শুধু সময়ের অপেক্ষা।
তবে সবাই ,দোয়া এবং আশীর্বাদ করবেন।আজকেই মতো এখানেই ইতি।আল্লাহ হাফেজ।

