আপনি কি জানেন?🙂

in #foryou2 years ago

আপনি কি জানেন?🙂
মানসিক রোগের কিছু লক্ষণ, ছেলে-মেয়েদের মধ্যে দেখা যাচ্ছে।

  1. যদি আপনি অনুভব করতে পারেন আগের চেয়ে আপনার মুখস্ত শক্তি কমে গেছে কোনকিছুই মনে থাকছে না তাহলে বুঝতে হবে আপনি মানসিক সমস্যায় রয়েছেন।
  2. অত্যধিক মুড সুইং, ঘুমের পরিবর্তন (সাধারণত যে সময়টায় ঘুমানো উচিত সে সময় না ঘুমিয়ে অন্যসময়-এর ঘুমানো 12 13 ঘণ্টা ঘুমানো).
  3. সব সময় ক্লান্তি বোধ কোনো কাজে মনোযোগ না দিতে পারা, কোন কিছুতেই ভালো না লাগা নিজেকে ছোট্ট বন্দি জায়গায় আটকে রাখা। ঘোরাঘুরি আড্ডা বিনোদন কোন কিছুতেই অনুভব না পাওয়া।
  4. অত্যধিক দুশ্চিন্তা। সাধারণ বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করা।
  5. হঠাৎ করে মুখের রুচি কমে যাওয়া কোন কিছু খেতে না চাওয়া আবার এতটাই রুচি বেড়ে যাওয়া সব সময় খাই খাই করা।
  6. মৃ! ত্যু কামনা করা শুরু করে
  7. স্বাভাবিকের তুলনায় ওজন কমতে থাকে
  8. নিজেকে সবসময় তুচ্ছ ফেইলর মনে করা
  9. সঠিক সিদ্ধান্ত নিতে বারবার ভাবতে থাকে এবং নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে না পারা।
  • এগুলার মধ্যে আপনার কোনটি রয়েছে?!💔🥲