তুমি, আমার অমলিন আলো
তুমি, আমার অমলিন আলো
কখনও কখনও জীবন এমন কিছু স্মৃতি উপহার দেয়, যা ভুলে যাওয়া অসম্ভব। সময়ের আড়ালে ঢেকে গেলেও, মনের গভীরে তারা থেকে যায় এক অমোচনীয় দাগের মতো। আমি আজও স্বপ্ন দেখি—তোমার, শুধু তোমার। কত বছর পেরিয়ে গেছে, তবু যেন গতকালই ছিল সবকিছু। সেই হাসি, সেই চোখের গভীরতা, সেই কথার কোমলতা—সবই এখনো যেন আমার চারপাশে ভেসে বেড়ায়। আমি যখন পুরনো স্মৃতির হাতড়াই, তখন মনে হয় যেন নিজের ঘরে ফিরে যাচ্ছি, কোনো হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পাওয়ার আশায়। কিন্তু প্রতিবারই বুঝি—কিছু সুখ আছে, যা আর ফিরে আসে না, যেভাবে ভাঙা আয়নায় নিজের পূর্ণ প্রতিচ্ছবি খুঁজে পাওয়া যায় না।
তুমি-ই আমাকে শিখিয়েছিলে যে সুখ সবসময় চিরস্থায়ী নয়। কিছু সুখ থাকে শুধু মুহূর্তের জন্য—যত গভীর, তত ক্ষণস্থায়ী। আমার জীবনের এমন কিছু অন্ধকার অধ্যায় ছিল, যা আমি কাউকে বলতে পারিনি। কিন্তু তুমি এসেছিলে এক টুকরো আলো হয়ে, আর সেই অন্ধকারে আলো জ্বেলে দিলে। হয়তো আমি এখনো বেঁচে আছি সেই আলোয়, কারণ তুমি ছিলে। তোমাকে ছাড়া হয়তো আমি নিজের ভেতরের সেই অন্ধকারে হারিয়ে যেতাম।
আজ আমি জানি, জীবনে যতই কষ্ট আসুক, তোমার চলে যাওয়ার বেদনার চেয়ে গভীর আর কোনো যন্ত্রণা নেই। সেই দিনটার প্রতিটি মুহূর্ত, প্রতিটি অশ্রু, এমনকি সেই দহনও—সবকিছুই আমি ভালোবেসেছিলাম, কারণ সেই কষ্টের মধ্যেও তুমি ছিলে। জীবনের প্রতিটি স্মৃতিতে, প্রতিটি নিঃশ্বাসে তুমি মিশে আছো। তেতো এক অনুভূতি আজও হৃদয়ের গভীরে লেগে আছে—যেন তুমি একবার চলে গিয়েও রয়ে গেছো আমার সমস্ত অনুভূতির ভেতর।
বৃষ্টির দিনে জানালার ধারে বসে থাকলে মনে হয়, এখনো বৃষ্টি থামলেই তুমি ফিরে আসবে। কিন্তু বৃষ্টি থামে না, আমিও আর ফিরে যেতে পারি না। তবু তোমার সেই আলো, সেই মমতা, এখনো আমার পথচলায় দিকনির্দেশনা দেয়। অন্ধকারে যখন পথ হারাই, আমি তোমার পিঠের ছায়া মনে করি, যেভাবে একসময় তোমার পাশে হাঁটতাম। তোমার সেই অবয়ব, তোমার গলার স্বর—সবকিছুই মনে আছে, ঠিক যেন গতকাল দেখা হয়েছিল।
যখন জীবন অসহ্য হয়ে ওঠে, যখন পৃথিবীটা ভারী মনে হয়, তখন চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে অবিরাম। ভাবি, তুমি এখন কোথায়? কী করছো? তুমি কি আজও সেই আকাশের নিচে, আমার মতোই কোনো একলা রাতে কাঁদছো? যদি এমন হয়, যদি তুমি আমার মতোই হারিয়ে যাও নিজের দুঃখে, তবে আমি প্রার্থনা করি—আমাকে ভুলে যাও। আমার স্মৃতিকে মুছে ফেলো তোমার হৃদয় থেকে। কারণ আমি চাই না, আমার জন্য তুমি কষ্ট পাও।
তবু সত্যি বলতে, আমি জানি—তুমি এখনো আমার আলো। তুমি হয়তো অনেক দূরে, তবু তোমার অস্তিত্বের সেই উজ্জ্বল রেখা আমার জীবনের প্রতিটি কোণ আলোকিত করে রাখে। তুমি আমার অতীতের অংশ, বর্তমানের ছায়া, আর ভবিষ্যতের এক অনন্ত প্রতীক্ষা। আমি জানি, আমরা দু’জনই হয়তো আলাদা জগতে হারিয়ে গেছি, কিন্তু প্রতিটি নিঃশব্দ রাত তোমার কথা মনে করিয়ে দেয়।
সময় হয়তো সব ক্ষত সারিয়ে দেয়, কিন্তু কিছু দাগ থেকে যায় হৃদয়ের গভীরে—চিরকাল। তুমি সেই দাগের মতোই—যাকে মুছতে চাই না কখনো। কারণ তুমি না থাকলে আমি যে মানুষটা, সে আর থাকত না। আজও তোমার আলোয় আমি বেঁচে আছি, তবু মনে হয়, যদি সবকিছুই কেবল একটা স্বপ্ন হতো! যদি জেগে উঠে দেখতাম, তুমি এখনো আমার পাশে…
কিন্তু বাস্তব তো স্বপ্ন নয়। তাই আমি শুধু তোমার স্মৃতি আঁকড়ে রাখি—একটা নিঃশব্দ ভালোবাসা, যার শেষ নেই, শুরু আছে শুধু তোমাতে।
তুমি, আমার অমলিন আলো।
| আমার লিখাটি মনোযোগ দিয়ে পড়ার জন্য ধন্যবাদ। অন্য কোনোদিন অন্য লিখা নিয়ে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। |
|---|
আমার পুরোনাম জোনায়েদ আহমদ । স্টিমিট আইডি @junaidahmed।
বাসা নেত্রকোনা সদর নেত্রকোনা । আমি অর্থনীতি বিভাগে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি, বর্তমানে জবের পড়াশোনার পাশাপাশি স্টিমিট এ লিখালিখি করি। আমার প্রকৃতির ছবি তুলতে সবচেয়ে বেশি ভালো লাগে,বিশেষ করে ফুলের ছবি,সূর্যের অস্ত যাওয়ার ছবি,চাঁদের ছবি আর সাদাকালো বিভিন্ন ছবি।বিভিন্ন বিষয়ে গল্প লিখতেও ভালো লাগে। হলের বারান্দায় আমার কিছু গাছ আছে এগুলোর সাথে মাঝে মাঝে সময় কাটাই। আমি স্টিমিটে জয়েন করি ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে। আমার এই স্বল্প সময়ে আমার বাংলা ব্লগে ক্যারিয়ার শুরু করতে পেরে খুবই আনন্দিত অনুভব করছি। আপনাদের সাথে কাজ করার সুযোগ পেয়ে খুব ভালো লাগছে।


| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR






🎉 Congratulations!
Your post has been upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5
https://x.com/Junaid_2208/status/1977553823255413175

https://x.com/Junaid_2208/status/1977553422581903563