French fry
মিরপুরে স্টেক প্ল্যাটার তেমন একটা আমি দেখিনাই বা জানিনা। আজকে ট্যুর ডে সাইক্লিস্ট এ যেয়ে স্টেক প্ল্যাটার দেখে তাই আর দেরী করলামনা। প্ল্যাটার এ যা যা থাকে তা হলো
১. চিকেন স্টেক
২. ফ্রেঞ্চ ফ্রাই
৩. মাশরুম (marinated with flakes)
আইটেম টা স্টেক প্ল্যাটার হলেও মাশরুম টা পারলে গোগ্রাসে গিলে ফেলতাম। এত্ত মজার মাশরুম আমি এই প্রথম ট্রাই করলাম।
স্টেকটায় মশলা আরেকটু কম হলে আরো বেশী জোস লাগবে।
প্ল্যাটার প্রাইস: ৩২০/=
চিকেন স্টেক: ৮.৫/১০
মাশরুম: ৯.৬/১০
সাথে নিয়েছিলাম চিকেন চিজ ডিলাইট বার্গার। এই আইটেম নিয়ে আলাদা কিচ্ছু বলার ই নেই। সর্বাধিক বিক্রীত এই আইটেম। রুপে, গুনে, স্বাদে এই বার্গার অনন্য। ওহ আপনি সাতার কাটতে না পারলে এই বার্গার ট্রাই করত্র যেয়েন্না কারন তাহলে আপনি চিকেন সমুদ্রে ডুবে মরবেন
চিকেন চিজ ডিলাইট বার্গার: ৯/১০
দাম: ২৬০/=