
ইমেজ সোর্স
বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে তোমাদের সাথে আমি একটি লাইফের জন্য শেয়ার করব আসলে এই পোস্টে আমার সুস্থতা অসুস্থতা নিয়ে কিছু কথা শেয়ার করব। সময়ের সাথে সাথে যতটা বয়স এগিয়ে যাচ্ছে শরীর কেমন জানি সুস্থ থাকছে না। আগে এতটা অসুস্থ হতাম না তবে বিগত কয়েক বছর ধরে খেয়াল করছি মাঝে মাঝে অসুস্থ হয়ে পরি। সত্যি নাকি দুর্গাপূজা ছিল তার আগেও আমি অনেকটাই অসুস্থ হয়ে পড়েছিলাম বেশ কিছুদিন যাবত আমাকে বাড়িতেই থাকতে হয় তারপর পুজোর সময় টুকটাক বের হল তখনও অসুস্থ ছিলাম কালীপুজো আসতে চলেছে এর আগে থেকে আবার অসুস্থ হয়ে পড়েছি আসলে এইবার কিছুটা ঠান্ডা লেগে গেছে আমার আর গতবার দুর্গাপূজার সময় অনুষ্ঠানের আগে যদি অসুস্থ হয়ে যায় তাহলে মনটাও খারাপ লাগে তবে এক্ষেত্রে আমার কিছু করার নেই যাইহোক অসুস্থতা নিয়ে হয়তো কালী পুজো কাটাতে হবে এতটুকু ছিল আজকের সাথে শেয়ার করার।
🎨পোস্ট বিবরণ🎨
| শ্রেণী | জেনারেল রাইটিং |
| ডিভাইস | Samsung Galaxy M31s |
| লোকেশন | বারাসাত, ওয়েস্ট বেঙ্গল। |
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।
ধন্যবাদ সবাইকে

আমার পরিচয়
আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

