
ইমেজ সোর্স
বন্ধুরা , আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম । আজকের এই ব্লগে তোমাদের সাথে একটি জেনারেল রাইটিং আমি শেয়ার করব। আসলে আগে তোমাদের সাথে নিয়মিত ব্লগ শেয়ার করলেও এখন তেমন একটা শেয়ার করা হয় না। আসলে সময় পরিস্থিতির কাছে অনেক কিছুই হার মেনে নিতে হয়। সময় বড় অদ্ভুত জিনিস । সময় মানুষকে বদলে দেয় । পরিস্থিতির কারণে অনেক কিছু জীবন থেকে চলে যায় , অনেক কিছু ত্যাগ করতে হয় আবার অনেক কিছু মেনে নিতে হয়। সময়ের সাথে ঘটে যাওয়া সব কিছুর সাক্ষী আমরা হই কিন্তু সময় মানুষকে যেভাবে বদলে দেয় সে ক্ষেত্রে আমরা কোন কিছুই করতে পারিনা। সময়ের সাথে সাথে ছোট বড় অনেক চেঞ্জ আসে মানুষের জীবনে। সময় মানুষকে অসাধারণ ভাবে বদলে দেয়। চেনা মানুষটা অচেনা হয়ে যায় , চেনা পরিচিত সবকিছু হঠাৎ করেই অচেনা হয়ে যায়। পরিচিত কাজ, পরিচিত লোক সবই এক সময় অপরিচিত হয়ে যায়। এসব কিছুই সময়ের কারণে হতে দেখা যায়। এই সময়ের কারণে ঘটে যাওয়া ঘটনায় আমাদের প্রভাব খুব কমই থাকে। আমরা শুধু এগুলো মেনে নিয়ে এগিয়ে চলি, বেঁচে থাকি। সময়ের বেড়াজালে আমরা সবাই ধরাশায়ী হয়ে যায় সবসময়।
🎨পোস্ট বিবরণ🎨
| শ্রেণী | জেনারেল রাইটিং |
| ডিভাইস | Samsung Galaxy M31s |
| লোকেশন | বারাসাত, ওয়েস্ট বেঙ্গল। |
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।
ধন্যবাদ সবাইকে

আমার পরিচয়
আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

