যানবাহনের সুবিধা।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে যানবাহনের সুবিধা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


go-kart-2959783_1280.jpg



লিংক


আসলে বর্তমান আমাদের জীবনে এতটাই ব্যস্ত হয়ে গেছে যে এই যানবাহন ছাড়া বর্তমানে আমরা আমাদের এই জীবনকে এতটা ব্যস্ত কখনো গণ্য করতে পারতাম না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে বর্তমান সময়ে যানবাহনের জন্য কিন্তু আমরা খুব দ্রুত গতিতে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারি। পূর্বে এ যানবাহন তেমন কিন্তু ততটা উন্নত ছিল না। অর্থাৎ প্রাচীনকালের মানুষগুলো কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য তারা পায়ে হেঁটে যেতে অথবা গরুর গাড়ি করে তারা বিভিন্ন জায়গায় যাতায়াত করার চেষ্টা করত। যদিও মানুষের সময়ের পরিবর্তনের সাথে সাথে প্রত্যেকটা যানবাহন আস্তে আস্তে করে উন্নতির দিকে এগিয়ে গেছে এবং মানুষের জীবন আরো অনেক দ্রুত ময় হয়ে উঠেছে।


একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে যানবাহনের এই সুবিধা আমরা কিন্তু পাচ্ছি আধুনিক বিজ্ঞানের ছোঁয়ায়। অর্থাৎ আধুনিক বিজ্ঞান একটা যানবাহনকে পূর্বের থেকে বর্তমান সময়ে এনে নতুন একটা রূপ দিয়েছে এবং আমাদের জীবনটাকে অনেক বেশি দ্রুত গতি সম্পন্ন করে দিয়েছে। যে জায়গায় পূর্বে যেতে প্রায় দুই থেকে তিন দিন সময় লাগতো সেখানে আজকে সেই একই স্থানে যেতে আমাদের মাত্র কয়েক ঘন্টা সময় লাগে না। অর্থাৎ আমরা দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারি এবং নিজেদের কাজগুলো সেখান থেকে সমাধান করে আবার পুনরায় আমাদের বাসস্থানে আবার ফিরে আসতে পারি। এজন্য আমাদের জীবনে যানবাহনের গুরুত্ব সবথেকে বেশি।


আসলে এক মানুষ কতটা যে বুদ্ধিমান তা কিন্তু এই আধুনিক যানবাহন দেখে বোঝা যায়।অর্থাৎ মানুষ কিভাবে নিজের বুদ্ধির থেকে এ যানবাহন নামক জিনিসটা আবিষ্কার করেছে এবং দ্রুতগতিসম্পন্ন করেছে তা সত্যিই ভাবনা চিন্তার বাইরে। আমরা সব সময় প্রত্যেকটা জিনিস সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু সেই জিনিসটা উন্নতি থেকে আরও বেশি উন্নত হবে। আসলে এখন কিন্তু আমরা শুধুমাত্র স্থল মাধ্যমে নেই। অর্থাৎ জলের মাধ্যমে এবং উপরই আকাশের মাধ্যমেও আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় খুব দ্রুত যাতায়াত করতে পারি। যদিও জল মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন ধরনের মাল পণ্য বোঝায় করে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরের জন্য কিন্তু আমরা জল মাধ্যমটা ব্যবহার করি।


আসলে উড়োজাহাজের আবিষ্কার সবথেকে বড় একটা যুগান্তকারী আবিষ্কার। কেননা আমরা খুব দ্রুত সময় এক স্থান থেকে অন্য স্থানে চলে যেতে পারি এবং স্থলে মাধ্যমে থেকে সেটা কয়েক গুণ দ্রুত সম্পন্ন হয়েছে। আসলে মানুষ কিভাবে নিজেদেরকে কতটা আপডেট করে ফেলছে তা কিন্তু মানুষের এই যাতায়াত দেখলে বোঝা যায়। অর্থাৎ এখন যেকোনো দ্রুত স্থল যানবাহনের মাধ্যমে আমরা এক স্থান থেকে অন্য স্থানে যেতে কয়েক ঘন্টা অথবা কয়েকদিন লাগলেও সেটি কিন্তু আমরা আকাশ মাধ্যমে যেতে মাত্র কয়েক মিনিট সময় লাগে। আসলে এখন আমরা হাজার হাজার কিলোমিটার পথ এই উড়োজাহাজের মাধ্যমে চলে যেতে পারছি মাত্র কয়েক ঘন্টার মধ্যে। এজন্য মানুষ জীবনের যানবাহনের সুবিধা সব থেকে বেশি।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।