আলস্য এক ভয়াবহ ব্যাধি।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আলস্য সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
আসলে আলস্য হল এমন এক ব্যাধি যে ব্যাধি একটা মানুষকে সারা জীবন ধ্বংস করে দিতে পারে। এই পৃথিবীতে এই অলস ব্যক্তিদের সংখ্যা এতটা বেশি যে তাদেরকে আপনি যদি বাদ দিতে পারেন তাহলে দেখবেন যে হাতেগোনা অল্প কয়েকজন ব্যক্তি আপনি দেখতে পাবেন। আসলে যারা অলস ব্যক্তি তারা জীবনে কখনো উন্নতি লাভ করতে পারে না এবং তাদের সামনে যদি কেউ উন্নতি লাভ করতে পারে তাহলে তারা হিংসা জ্বলে যাবে। একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে আলস্য হলো এমন এক ব্যাধি যে ব্যাধিতে যদি কেউ একবার আক্রান্ত হয়ে যায় তাহলে সে আর জীবনে উন্নতির মুখ দেখতে পায় না এবং তার জীবনে তখন থেকে বিভিন্ন ধরনের সমস্যা সব সময় লেগে থাকতে থাকে।
এই ব্যাধি থেকে বের হয়ে আসতে হলে সর্বপ্রথম আমাদেরকে প্রচুর পরিমাণ কঠোর পরিশ্রম করতে হবে। কেননা একজন কঠোর পরিশ্রমে মানুষ যেমন মনের দিক থেকে সবসময় ভালো থাকে ঠিক তেমনি তাদের মনে অন্য কোন ধরনের খারাপ চিন্তা ভাবনা কখনো আসে না। আসলে আলস্য হলো এমন এক ব্যাধি যার জন্য একটা মানুষের পুরো সময়টা নষ্ট হয়ে যায় এবং পরবর্তীতে সে যদি পরিশ্রমী হওয়ার চেষ্টা করে তাহলে সে কখনো আর পুনরায় পরিশ্রমী হতে পারে না। আসলে এই জীবনের প্রত্যেকটি সময়কে আমাদের সব সময় সঠিকভাবে কাজে লাগাতে হবে। কেননা আমরা যদি আমাদের জীবনের সময়টাকে সঠিকভাবে কাজে না লাগাতে পারি তাহলে জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে।
এই আলস্য থেকে বের হয়ে আসতে হলে সর্বপ্রথম আমাদেরকে অবশ্যই প্রচুর পরিমাণে কঠোর পরিশ্রম করতে হবে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা আস্তে আস্তে করে কিন্তু এই জীবন থেকে বের হয়ে আসতে পারি। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি একবার উন্নতির মুখ দেখতে পারি তাহলে কিন্তু পরবর্তীতে আমাদের আর কোন সমস্যা থাকবে না। হয়তোবা মানুষ তার এইসব অলস মন মানসিকতার জন্য কিন্তু প্রথমদিকে তারা কখনো কোন কাজ করতে ভয় পেতো। কিন্তু এই ধরনের ভয় যখন মানুষের মন থেকে একবার উঠে যাবে তখন কিন্তু তাকে আর থামানো যাবে না এবং সে সব সময় সামনের দিকে এগিয়ে চলবে কি করে জীবনে উন্নতি লাভ করা যায়। এজন্য অলস জীবনযাপন ত্যাগ করতে হবে।
একটা মানুষের অলস জীবন যাপন ত্যাগ করতে পারলে কিন্তু সে অবশ্যই আলোর মুখ দেখতে পাবে। আসলে এভাবে যদি সবাই আমরা পরিশ্রমই হয়ে উঠতে পারি তাহলে কিন্তু শুধুমাত্র নিজেদের জীবনের উন্নতি নয় বরং দেশের উন্নতির জন্যও আমরা কাজ করতে পারব এবং আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আসলে এভাবে যদি আমরা আমাদের নিজেদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে অবশ্যই আমরা একটা আধুনিক সমাজে বসবাস করতে পারবো এবং সেখানে সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা থাকবে। এজন্য আলস্য জীবন থেকে বের হয়ে আসার সব সময় চেষ্টা করতে হবে এবং সবাইকে মনে রাখতে হবে যে আলস্য হলো এক ভয়াবহ ব্যাধি।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Laziness needs to be combated: start with a 5-minute walk, 5 minutes of cleaning. I also have articles on similar topics.