সত্য কখনো চাপা থাকে না।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে সত্য সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


truth-2069846_1280.webp



লিংক


সত্য কথা বলা এবং সৎ পথে চলায় এই গুণগুলো যে ব্যক্তির মধ্যে আছে তারা কিন্তু সব সময় আলাদা প্রকৃতির মানুষ হয়ে থাকে এবং তাদেরকে কখনো আপনি কোন কিছুতে পিছনের দিকে চেপে রাখতে পারবেন না। একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি জীবনের সব সময় সত্য কথা বলে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমাদের সামনে কোন বিপদ আসবে না। যদিও এই সত্যবাদী মানুষগুলোর জায়গায় এখন এই পৃথিবীতে অনেক বেশি কম। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে মানুষ সবসময় মিথ্যার আশ্রয় নেয় এবং মিথ্যা কথা বলে তারা বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা গ্রহণ করার চেষ্টা করে। কিন্তু মিথ্যা কখনো একজন মানুষকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারে না।


একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে সত্য কখনো চাপা থাকে না। আপনি যতই চেষ্টা করুন না কেন এই সত্যকে চাপিয়ে রাখার জন্য কিন্তু একদিন না একদিন এই সত্য অবশ্যই সবার সামনে চলে আসবে এবং তখন আপনার পর্দা ফাঁস হয়ে যাবে। অর্থাৎ আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি যখন একটা মিথ্যা কথা বলবেন তখন সেই মিথ্যা কথা বলার জন্য আপনাকে হাজারো মিথ্যা কথা বলতে হবে। কিন্তু আপনি যদি কখনো কোন কাজে সরাসরি সত্য কথা বলেন বীরপুরুষের মত তাহলে সবাই ভয় পাবে এবং পরবর্তীতে কেউ কখনো আপনাকে মিথ্যা কথা বলার মত সাহস পাবে না। অনেকেই আছে যারা মিথ্যা কথা দেখে সব সময় চুপচাপ থাকে।


আপনি দেখছেন যে আপনার সামনে একটি লোক মিথ্যা কথা বলছে এবং আপনি চুপচাপ রয়েছেন এখানে কিন্তু দুজনেই সমান অপরাধী। অর্থাৎ আপনি মিথ্যা দেখে সেখানে প্রতিবাদ না করে বরং চুপচাপ রয়েছেন তাহলে কিন্তু সেই লোকটি মিথ্যা কথা বলার প্রবণতা আরো কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। এজন্য আমরা সব সময় চেষ্টা করব যাতে করে কখনো নিজেদেরকে কোন মিথ্যার ভিতরে না জড়ানো। একবার যদি আপনি কোন মিথ্যার ভিতরে জড়িয়ে যান তখন কিন্তু আপনি খুব সহজেই সেই মিথ্যার ভিতর থেকে বের হয়ে আসতে পারবেন না। আর আপনি যদি অন্যের উপরে মিথ্যা ভাবে দোষ চাপিয়ে দেন তাহলে কিন্তু সেই লোকটি আপনাকে কখনো আর বিশ্বাস করবে না এবং যখন সেই মিথ্যা সবার সামনে চলে আসবে তখন আপনাকে সবাই ঘৃণা করবে।


এই পৃথিবীতে যারা মিথ্যুক প্রকৃতির লোক তাদেরকে কিন্তু কেউ কখনো পছন্দ করেনা এবং তাদের থেকে সবাই দূরে থাকার চেষ্টা করেন। এজন্য একটা বিষয় সম্পর্কে আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা এই পৃথিবীতে যা কিছু করি না কেন সব সময় সবকিছু বুঝে শুনে করার চেষ্টা করব এবং সত্য কথা বলার জন্য কখনো নিজেদেরকে পিছনে দিকে পিছিয়ে আনবো না। অর্থাৎ আমরা সব সময় বীরের মত সত্য কথা বলবো এবং সব সময় সত্য পথে চলবো। আর এভাবে যদি আমরা সবাই মিলে মিশে কখনো মিথ্যাকে প্রশ্রয় না দিতে পারি তাহলে কিন্তু এই পৃথিবী থেকে একদিন মিথ্যা নামক জিনিসটা চিরতরে মুছে যাবে এবং আমাদের এই পৃথিবীটা সত্য কথার উপর সবসময় সামনের দিকে এগিয়ে চলতে থাকবে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।