প্রতারণা।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে প্রতারণা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


scam-7531143_1280.webp



লিংক

আসলে এই পৃথিবীতে মানুষ এখন এত বেশি প্রতারণা করা শুরু করে দিয়েছে যে এখন মানুষকে বিশ্বাস করা কত কঠিন হয়ে দাঁড়িয়েছে। তারা প্রতারণার শিকার হয় তারা কিন্তু মনের দিক থেকে সব সময় ভেঙে পড়ে। আর এই পৃথিবীতে যারা প্রতারক শ্রেণীর লোক তারা কিন্তু কখনো জীবনে ভালো হতে পারে না এবং সবসময় অন্যের কি করে ক্ষতি করা যায় এজন্য তারা চেষ্টা করে। আমরা যদি এই প্রতারক শ্রেণীর লোকেদের থেকে দূরে থাকতে পারে তাহলে কিন্তু আমরাও প্রতারণার স্বীকার কম হব। কিন্তু প্রতারকদের সংখ্যা এত বেশি যে আপনি এদের থেকে কখনো বেশি দূরে থাকতে পারবেন না। কেননা এই প্রতারকরা আপনাকে খুঁজে বের করে দেবে হাজারো ভিড়ের মাঝখান থেকে। তাইতো আমাদের সব সময় সাবধান থাকতে হবে।


এছাড়াও কিছু কিছু কাছের মানুষ রয়েছে যারা কিনা এমন এমন কাজ করে যাতে করে আমরা তাদের কাছ থেকে সেই ধরনের কাজ কখনো আশা করতে পারেনি। অর্থাৎ আমরা সবাই আমাদের একটু কাছের মানুষগুলোকে অনেক বেশি ভালোবাসি এবং তাদের জন্য বিভিন্ন ধরনের কাজ করি। আপনি একজন ভালোবাসার মানুষের জন্য যদি সারা জীবন ভালো কোন কাজ করেন কিন্তু হঠাৎ করে সেই মানুষটা যদি আপনার সাথে প্রতারণা করে তাহলে আপনি আর কখনো ভালো থাকতে পারবেন না। আপনার মনটা যখন ভেঙ্গে যাবে ঠিক একই সাথে আপনি অবাক হয়ে যাবেন যে এই লোকটি কি করে আপনার সাথে এত বড় প্রতারণা করলো। আসলে কিছু কিছু মানুষের স্বভাবই এমন যারা কখনো ভালো হতে পারে না।


এজন্য আমরা সব সময় এই প্রতারক শ্রেণীর লোকেদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করব এবং বুঝে শুনে মানুষের সাথে মেলামেশা করার চেষ্টা করব। কেননা আমরা যদি খারাপ লোকেদের সঙ্গে মেলামেশা করতে শুরু করে তাহলে কিন্তু আমাদের জীবনে কখনো ভালো কোন কিছু আসবে না। আর এই মানুষগুলো যতদিন আমাদের জীবনে থেকে যাবে ততদিন আমরা কিন্তু কখনো জীবনে উন্নতি লাভ করতে পারব না এবং সারা জীবন বিভিন্ন কাজে পরাজিত হয়ে যাব। যারা ভালো মানুষ এবং মানুষকে উদ্দীপনা দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে তাদের মত মানুষ এখন বর্তমান সময়ে অনেক কমে গেছে। আসলে একজন ভালো মানুষ যদি আমাদের জীবনে থাকে তাহলে আমাদের কোন দুঃখ কষ্ট আর কখনো থাকেনা।


এজন্য আমরা কখনো কোনদিনও মনের ভুলে অন্য কারো সাথে প্রতারণা করার চেষ্টা করব না। আপনি যদি অন্য কারো সাথে প্রতারণা করেন তাহলে দেখবেন যে একদিন অন্য একজন মানুষ আপনার সাথে প্রতারণা করবে এবং আপনার থেকে দূরে থাকার চেষ্টা করবে। এজন্য এই পৃথিবীতে বেঁচে থাকতে গেলে ভালো মানুষের মত বেঁচে থাকতে হবে এবং যারা প্রতারক শ্রেণী লোক তারা কিন্তু কখনো এই পৃথিবী থেকে কোন ভালোবাসা পায় না এবং সব সময় মানুষের কাছে একটা ঘৃণার পাত্র হয়ে বসবাস করে। এজন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে করে ভালোভাবে বেঁচে থাকতে পারে এবং অন্যের উপকার করতে পারি। অবশ্যই সতর্ক থাকব যাতে করে আমাদের জীবনে কোন প্রতারক শ্রেণীর লোকের প্রবেশ না ঘটে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  

1001539642.jpg

Greetings to you. Trust you're good. There's a show on Steemit that has brought people from different countries together through music and that show is coming to an end. The show is held in Steem Music and Voices Community and the host happens to be me @bossj23.

This is our final stage and in this stage all members of the platform are to vote on which finalist they want as their winner. So please after watching the videos below, help us cast your votes. Please also help subscribe to our community. 👇🏽👇🏽👇🏽👇🏽https://steemit.com/trending/hive-127426#

Voting ends on Thursday then we'll announce a winner. This is the link to the voting poll and your code to vote. Use this customized code to submit your vote. 👇🏽👇🏽👇🏽

Voting codeSF6V2EQZ5
Link to voteBangladeshi Votes

These are the contestants 👇🏽👇🏽👇🏽. Please watch the videos before selecting your winner.