ক্ষমতার বড়াই করতে নেই।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে ক্ষমতার বড়াই সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


man-2037255_1280.jpg



লিংক


একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যদি সব সময় ক্ষমতার বড়াই করে বেড়াই তাহলে কিন্তু কেউ আমাদেরকে কখনো ভালবাসবে না এবং আমাদের থেকে সবাই দূরে থাকার চেষ্টা করবে। আর এই পৃথিবীতে যারা সহজ সরল প্রকৃতির লোক অর্থাৎ তারা মানুষের সাথে ভালো ব্যবহার করে এবং মানুষের সাথে মেলামেশা করে অনেক বেশি আনন্দ পায় তারা কিন্তু কখনো মানুষের কাছ থেকে ঘৃণা পাত্র হয় না। অর্থাৎ মানুষ তাদেরকে সবসময় মন থেকে ভালোবাসে এবং তারা নিজেদের যতই ক্ষমতা থাকুক না কেন তারা কিন্তু তাদের এই ক্ষমতার অপব্যবহার কখনো করেনা। আর এজন্য মানুষ তাদেরকে সবসময় মন থেকে অনেক বেশি ভালোবাসে।


আসলে এখন একটা জিনিস আপনারা সবাই খেয়াল করে দেখেছেন যে ক্ষমতা থাকলে কিন্তু সবাই ক্ষমতার বড়াই করে বেড়ায়। আসলে অনেকের ক্ষমতা নেই তাও কিন্তু তারা নিজেরা মনে করে যে তাদের অনেক ক্ষমতা এবং এই ক্ষমতার জন্য তারা অন্যান্য মানুষের কাছে ভয়ের পাত্র হয়ে ওঠে। এভাবে মানুষ যদি তাদের ভয় পায় তাহলে কিন্তু তারা অনেক মনের দিক থেকে আনন্দ পায়। কিন্তু একটা জিনিস তারা কখনো বুঝতে পারে না যে মানুষ যদি তাদের ভয় পেয়ে দূরে সরে যায় তাহলে কিন্তু সেই মানুষগুলো কখনো তাদের কাছে আসবে না এবং সেই মানুষগুলো যদি কোনো কারণে কোনো ধরনের বিপদে পড়ে তাহলে সেই মানুষগুলো তাদেরকে সেই বিপদ থেকে কখনো উদ্ধার করার জন্য এগিয়ে আসে না।


অর্থাৎ আপনি সারা জীবন অন্য মানুষের কাছে ক্ষমতার বড়াই দেখিয়ে তাদের অত্যাচার করবেন এবং আপনার বিপদের সময় তারা আপনার পাশে আসবে তা আপনি কি করে ভাবলেন। আসলে এইগুলো কিন্তু সব সময় অনেক বেশি ভয়ংকর হয়ে থাকে। কেননা তারা সুযোগ পেলে মানুষের উপরে অত্যাচার করে এবং সেই মানুষের কাছ থেকে তারা সর্বস্ব কেড়ে নেয়ার চেষ্টা করে। আসলে এই মানুষগুলো যে অন্যের কাছে তাদের ক্ষমতার বড়াই করে কি আনন্দ পায় তা কিন্তু আমরা কখনো বুঝতে পারি না। আসলে দিন শেষে কিন্তু এই পৃথিবীতে সব মানুষ সমান এবং একদিন না একদিন প্রত্যেকটা মানুষকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাহলে আপনি কেন মানুষকে আপনার ক্ষমতার বড়াই দেখিয়ে অত্যাচার করবেন।


আসলে যারা ভালো প্রকৃতির মানুষ তারা কিন্তু কখনো মানুষের সাথে ক্ষমতার বড়াই করে না এবং সব সময় সহজ সরল ভাবে মানুষের সাথে মেলামেশা করার চেষ্টা করে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি মানুষের সাথে সাধারণভাবে মেলামেশা করতে পারি এবং মানুষের সাথে ভালো আচরণ করতে পারি তাহলে কিন্তু সেই মানুষগুলো আমাদেরকে মনের দিক থেকে ভালবাসবে এবং তারা কখনো আমাদের ঘৃনা করবে না। এজন্য আমরা সব সময় ক্ষমতার অহংকার না দেখিয়ে বরং মানুষকে ভালোবাসার চেষ্টা করব এবং মানুষের বিপদে-আপদে তাদের পাশে দাঁড়ানোর সব সময় অবশ্যই চেষ্টা করব। এতে করে কিন্তু আমরা মনের দিক থেকে অনেক বেশি শান্তি পেতে পারি।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।