জেনারেল রাইটিং পোস্ট || যেকোনো পরিস্থিতিতে সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করা উচিত
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করবো আপনাদের সাথে। এই পোস্টের টপিক হচ্ছে,যেকোনো পরিস্থিতিতে সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করা উচিত। আসলে এই কথাটি ছোট হলেও,এই কথার গভীরতা অনেক। মহান সৃষ্টিকর্তা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন উনার ইবাদত বন্দেগি করার জন্য। তাই আমাদের উচিত মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন করার জন্য ইবাদত বন্দেগি করা এবং ভালো ভালো কর্ম করা। যথাসম্ভব মানুষের উপকারে নিয়োজিত থাকা উচিত আমাদের। কিন্তু বর্তমান যুগের অনেক মানুষ এসব নিয়ে ভাবে না। তাছাড়া তারা সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের কথা তো ভাবেই না। বরং কারণে অকারণে সৃষ্টিকর্তাকে দোষারোপ করে। যেমন অনেকে আছে একেবারে অলস প্রকৃতির মানুষ।
তারা সারাক্ষণ ভাবে,আমার কাছে যদি অনেক টাকা থাকতো, তাহলে এটা করতাম,সেটা করতাম। অর্থাৎ তারা সারাক্ষণ এসব নিয়েই চিন্তা ভাবনা করে। কিন্তু কাজের কাজ কিছুই করে না। এতে করে তাদের আর্থিক অবস্থার উন্নতি তো হয়-ই না,বরং দিনদিন আর্থিক অবস্থার অবনতি হয়। পরবর্তীতে তারা মহান সৃষ্টিকর্তাকে দোষারোপ করে এবং অনেক সময় গালমন্দও করে। কিন্তু প্রকৃতপক্ষে দোষী হচ্ছে তারা। কারণ মহান সৃষ্টিকর্তা তাদেরকেও বিবেক বুদ্ধি দিয়েছে এবং হাত পা দিয়েছে। যার সঠিক ব্যবহার করে, তারা অবশ্যই নিজেদের আর্থিক অবস্থার উন্নতি করতে পারে। কিন্তু তারা সেটা কখনোই ভাবে না। তারা মহান সৃষ্টিকর্তাকে দোষারোপ করে বলে,তাদেরকে সৃষ্টিকর্তা কেনো টাকা পয়সা দিলো না। পক্ষান্তরে যার হাত কিংবা পা নেই তারা ভাবে, তাদের যদি হাত পা থাকতো, তাহলে তাদের কোনো কষ্ট থাকতো না। যদি তারা একেবারে গরীব থাকতো, তবুও তাদের কোনো আফসোস থাকতো না। তো তারাও কিন্তু শুকরিয়া আদায় করছে না।
আবার যাদের চোখ নেই অর্থাৎ অন্ধ তারা ভাবে,তাদের যদি দুটি চোখ থাকতো, তাহলে তারা দুচোখ ভরে এই সুন্দর পৃথিবীটাকে দেখতে পারতো। অর্থাৎ তারাও মহান সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করে না। আবার অনেক ধনী ব্যক্তি রয়েছে, যাদের অঢেল টাকা পয়সা থাকা সত্ত্বেও, তারা হা-হুতাশ করে। অর্থাৎ তাদের চাহিদার শেষ নেই। কিন্তু ধনীরা যদি নিজেদের টাকা পয়সা গরীবদের পিছনে ব্যয় করতো,তাহলে কিন্তু গরীবেরা অনেক উপকৃত হতো। এতে করে মহান সৃষ্টিকর্তা তাদের উপর সন্তুষ্ট হতেন। আসলে বেশিরভাগ মানুষ হচ্ছে প্রকৃতপক্ষে অকৃতজ্ঞ। তাইতো চারিদিকে শুধু হা-হুতাশ আর হা-হুতাশ। আর সেজন্যই মহান সৃষ্টিকর্তা আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যান। এর ফলে আমাদের যেকোনো দোয়া সহজে তিনি কবুল করেন না। যাইহোক সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি। কথাগুলো মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিলো। তাই ভাবলাম আপনাদের সাথে কথা গুলো শেয়ার করা যাক এবং সেটা ভেবেই এই পোস্টটি আপনাদের সাথে শেয়ার করলাম।
পোস্টের বিবরণ
| ক্যাটাগরি | জেনারেল রাইটিং |
|---|---|
| পোস্ট তৈরি | @mohinahmed |
| ডিভাইস | Samsung Galaxy S24 Ultra |
| তারিখ | ২৬.১০.২০২৫ |
| লোকেশন | নারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹








ডেইলি টাস্ক স্ক্রিনশট এবং লিংক:
https://x.com/mohin3242127/status/1982168717841818047?t=ze0bm8SI9_sXIKuoaNtCfQ&s=19
https://x.com/mohin3242127/status/1982508022313398579?t=L0CnnUhy8Q_VDXgXeCvNHw&s=19
https://x.com/mohin3242127/status/1982508513244115350?t=OHV8PYQCTeyhoAiZxg-ikQ&s=19
X-promotion