জেনারেল রাইটিং পোস্ট || শৈশবের ডিসেম্বর মাসের স্মৃতি
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করবো আপনাদের সাথে। এই পোস্টের টপিক হচ্ছে,শৈশবের ডিসেম্বর মাসের স্মৃতি। আসলে আমার মনে হয় শৈশবকাল হচ্ছে আমাদের জীবনের শ্রেষ্ঠ সময়। এটা অনেকের মুখ থেকেই শোনা যায়। আর আমাকে যদি প্রশ্ন করা হয়,তাহলে আমি নিঃসন্দেহে বলবো শৈশবে আমার জীবনটা সবচেয়ে বেশি সুন্দর ছিলো। এককথায় বলতে গেলে আমার শৈশবটা ছিলো একেবারে রঙিন। তাইতো শৈশবের বিভিন্ন ধরনের স্মৃতি আমার প্রায়ই মনে পড়ে। ছোটবেলা থেকেই আমার ক্রিকেট খেলার নেশা ছিলো। আমার স্পষ্ট মনে আছে,একেবারে ছোটবেলায় প্লাস্টিকের ব্যাট বল দিয়ে আমরা দুই ভাই বাড়ির উঠানে নিয়মিত ক্রিকেট খেলতাম।
তো একটু বড় হওয়ার পর অর্থাৎ ক্লাস থ্রি ফোরে যখন পড়তাম, তখন সমবয়সীদের সাথে নিয়মিত ক্রিকেট খেলতে যেতাম মাঠে। তাছাড়া শীতকালে বিকেলে ব্যাডমিন্টন খেলতাম। তবে সারাবছর পড়াশোনার চাপে মন ভরে ক্রিকেট খেলতে পারতাম না। কারণ স্কুলের চাপ থাকতো, তাছাড়া সন্ধ্যার পর পড়তে বসতে হতো। তাই সারাবছর অপেক্ষা করে থাকতাম ডিসেম্বর মাস কবে আসবে। কারণ ডিসেম্বর মাস আসলেই স্কুলে যাওয়ার চাপ থাকতো না। তাছাড়া সন্ধ্যার পরেও পড়তে বসার চাপ থাকতো না। মোটকথা ডিসেম্বর মাসে একেবারে স্বাধীন ভাবে খেলাধুলা করতে পারতাম এবং প্রচুর মজা করতে পারতাম। যেমন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করেই সকাল ৯টার দিকে আমরা ব্যাট বল নিয়ে মাঠে চলে যেতাম ক্রিকেট খেলতে। তারপর দুপুর ১টা পর্যন্ত নন স্টপ ক্রিকেট খেলা চলতো আমাদের।
তারপর বাসায় ফিরে গোসল করে লাঞ্চ করার পর আম্মু বলতো একটু ঘুমাতে। কিন্তু আম্মুর চোখ ফাঁকি দিয়ে বেলা ৩টার দিকে সরাসরি মাঠে চলে যেতাম ক্রিকেট খেলতে। আমরা আগে থেকেই প্ল্যান করে রাখতাম কখন মাঠে যাবো আমরা। তো মাগরিবের আজানের আগ পর্যন্ত আমরা ক্রিকেট খেলতাম মাঠে এবং তারপর বাসায় ফিরে ফ্রেশ হয়ে সন্ধ্যার নাস্তা করতাম। এরপর চলে যেতাম ব্যাডমিন্টন খেলা দেখতে। কারণ সন্ধ্যার পর বড় ভাইয়েরা নেট লাগিয়ে, লাইট জ্বালিয়ে ব্যাডমিন্টন খেলতো এবং আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের ব্যাডমিন্টন খেলা দেখতাম। রাতের বেলা ব্যাডমিন্টন খেলা দেখতে যে কি ভালো লাগতো,সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। মাঝেমধ্যে আমরা বিকেলে ক্রিকেট খেলতে যেতাম না ব্যাডমিন্টন খেলার জন্য।
কারণ সন্ধ্যার পর আমরা ব্যাডমিন্টন খেলার সুযোগ পেতাম না। যাইহোক সন্ধ্যার পর ব্যাডমিন্টন খেলা দেখে,বাজারে গিয়ে গরম গরম কাবাব খেতাম আমরা সবাই মিলে। তারপর বাসায় ফিরতাম। তাছাড়া ডিসেম্বর মাসে তো মজার মজার পিঠা খেতাম বাসায়। তাছাড়া মাঝেমধ্যে সকালে খেজুরের কাঁচা রস খেতাম। আসলে সবমিলিয়ে ডিসেম্বর মাসটা একেবারে উৎসবের মতো মনে হতো। আমরা সবাই জানি যে এখন ডিসেম্বর মাস চলছে। তাই বারবার সেই পুরনো স্মৃতি গুলো আমার মনে পড়ছে। আর সেটা ভেবেই এই পোস্টটি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের শৈশবটা কেমন কেটেছে এবং শৈশবের স্মৃতি আপনাদের মনে পড়ে কিনা,সেটা এই পোস্টের কমেন্টে জানাতে পারেন।
পোস্টের বিবরণ
| ক্যাটাগরি | জেনারেল রাইটিং |
|---|---|
| পোস্ট তৈরি | @mohinahmed |
| ডিভাইস | Samsung Galaxy S24 Ultra |
| তারিখ | ১৫.১২.২০২৫ |
| লোকেশন | নারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹








ডেইলি টাস্ক স্ক্রিনশট এবং লিংক:
https://x.com/i/status/2000546737149403547
https://x.com/i/status/2000611370929476026
X-promotion
বাহ আপনি তো দারুণ একটি বিষয় নিয়ে পোস্ট আমাদের মাঝে শেয়ার করছেন ভাইয়া।আসলেই শৈশবকালে আমাদের ডিসেম্বর মাসটা অনেক আনন্দের মাস ছিল।ডিসেম্বর মাসে বার্ষিক পরীক্ষা দিয়ে লম্বা এক ছুটি এবং সেখানেই ছিলো আমাদের অনেক আনন্দ।অনেক খেলতাম এই ডিসেম্বর মাসে।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।
সত্যিই শৈশবের ডিসেম্বর মাসটা দারুণ কাটতো আমাদের। এতো চমৎকার মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।