জেনারেল রাইটিং পোস্ট || আমাদের সবার উচিত শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করবো আপনাদের সাথে। এই পোস্টের টপিক হচ্ছে, আমাদের সবার উচিত শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো। আমরা সবাই জানি এখন পৌষ মাস চলছে। আজকে ১২ই পৌষ। মূলত পৌষ এবং মাঘ মাস হচ্ছে শীতকাল। কিন্তু উত্তরাঞ্চলে বেশ কিছুদিন আগে থেকেই তীব্র শীত পড়তে শুরু করেছে। তবে ঢাকা এবং ঢাকার আশেপাশে শীত এতদিন সেভাবে পড়েনি। কিন্তু ৩/৪ দিন ধরে ঢাকা এবং ঢাকার আশেপাশে বেশ ভালোই শীত অনুভূত হচ্ছে। আমি যেহেতু ঢাকার নারায়ণগঞ্জে বসবাস করি এবং বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে যায়। তো বাসায় ফেরার সময় প্রায়ই দেখি, কিছু কিছু মানুষ রাস্তার পাশে শুয়ে রয়েছে পাতলা চাদর কিংবা কাঁথা দিয়ে শরীর ঢেকে।
অর্থাৎ তারা এই তীব্র শীত নিবারণ করার চেষ্টা করছে কাঁথা দিয়ে। এই ব্যাপার গুলো দেখলে আসলেই খুব খারাপ লাগে। বিশেষ করে বৃদ্ধ এবং শিশুদেরকে দেখলে আরও বেশি খারাপ লাগে। এই আধুনিক যুগেও আমাদের দেশের মানুষ রাস্তার পাশে ঘুমায়,ব্যাপারটা নিয়ে ভাবলে সত্যিই খুব খারাপ লাগে। আমাদের দেশের সরকারের উচিত তাদেরকে সাহায্য সহযোগিতা করা। তাছাড়া যারা ধনী রয়েছে, তারাও চাইলে অনেক কিছু করতে পারে তাদের জন্য। আসলে যারা সামর্থ্যবান, তারা তো শীতকালটা বেশ উপভোগ করে। কারণ তারা তো তীব্র শীতে কম্বলের নিচে বেশ আরাম করে ঘুমাতে পারে। তাছাড়া তারা শীতকালে বিভিন্ন জায়গা ভ্রমণ করার প্ল্যান করে। তারপর রাতের বেলা বারবিকিউ পার্টির প্ল্যান করে। এছাড়া বিভিন্ন ধরনের মজার মজার পিঠা খেয়ে থাকে।
মোটকথা তারা শীতকালের জন্য সারাবছর অপেক্ষা করে থাকে। কিন্তু যারা রাস্তার পাশে ঘুমায়,তারা শীতকালে প্রতিটি দিন কাউন্ট করে কবে শীতকাল শেষ হবে। তো যাদের সামর্থ্য রয়েছে, তাদের উচিত সেসব সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো। তাদেরকে আমরা যদি শীত বস্ত্র এবং কম্বল দান করি,তাহলে তারা কিছুটা হলেও কষ্ট কম করবে এই তীব্র শীতে। সুতরাং সবার উচিত এই তীব্র শীতে তাদের পাশে দাঁড়ানো। কারণ মানুষ মানুষের জন্য। তাছাড়া অসহায় মানুষের পাশে দাঁড়ালে, মহান আল্লাহ তায়ালা আমাদের উপর সন্তুষ্ট হবেন। সুতরাং সবাই চেষ্টা করুন তাদের পাশে দাঁড়াতে। যাইহোক গতকাল রাতে যখন বাসায় ফিরছিলাম, তখন অসহায় মানুষদের দেখে এই কথাগুলো মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিলো। তাই ভাবলাম আপনাদের সাথে কথা গুলো শেয়ার করা যাক এবং সেটা ভেবেই এই পোস্টটি শেয়ার করলাম।
পোস্টের বিবরণ
| ক্যাটাগরি | জেনারেল রাইটিং |
|---|---|
| পোস্ট তৈরি | @mohinahmed |
| ডিভাইস | Samsung Galaxy S24 Ultra |
| তারিখ | ২৮.১২.২০২৫ |
| লোকেশন | নারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹








ডেইলি টাস্ক স্ক্রিনশট এবং লিংক:
https://x.com/i/status/2004930303924863243
https://x.com/i/status/2004930981896323472
https://x.com/i/status/2004937938845725119
https://x.com/i/status/2005226635382096289
https://x.com/i/status/2005227084181082196
https://x.com/i/status/2005232706180051124
X-promotion