মৃত্যুর ভয় পেতে নেই।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ মৃত্যুর ভয় সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
এই পৃথিবীতে যেহেতু আমরা জন্ম নিয়েছি তাই অবশ্যই একদিন না একদিন আমাদের এই পৃথিবী ছেড়ে চিরদিনের জন্য চলে যেতে হবে। কিন্তু তাই বলে যে আমরা মৃত্যুর ভয় পেয়ে কোন কিছু করবো না এমন কিন্তু কোন কথা নেই। আসলে এই জীবনে যারা সব সময় কঠোর পরিশ্রম করে দিতে পারে তারা অবশ্যই জীবনে বড় হতে পারবে এবং তারা তাদের নিজেদের জীবনটাকে সুন্দরভাবে সাজাতে পারবে। আসলে মৃত্যুর ভয় পেয়ে যারা পিছিয়ে যায় তারা কিন্তু কখনো বীরপুরুষ হতে পারে না বরং তারা সমাজের সবথেকে কাপুরুষ মানুষ এবং এদের থেকে সবসময় আমাদের দূরে সরে থাকা উচিত। তারা যেহেতু ভালো কিছু করবে না তাই তারা অন্যের উপকার করতেও চাইবে না।
আসলে এই জীবনটাকে যারা খুব সুন্দর ভাবে সাজাতে পারে তারা অবশ্যই তাদের নিজেদের জীবনটাকে খুব সুন্দর ভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে এবং তাদের জীবনে যত সমস্যা থাকুক না কেন তারা প্রত্যেকটা সমস্যার সাথে মোকাবেলা করতে পারবে। আসলে এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা সব সময় চেষ্টা করে তাতে করে তাদের ভালো কাজের দ্বারা অন্য মানুষগুলো উপকৃত হয় এবং আস্তে আস্তে করে তারা জীবনটাকে সঠিকভাবে উপভোগ করতে পারে। আসলে যারা মানুষের উপকার করে এবং মানুষের পাশে থেকে তাদের বিপদ থেকে উদ্ধার করে তারাই হলো মানুষের প্রকৃত বন্ধু এবং এদের মত মানুষের সংখ্যা বর্তমানে অনেক বেশি কম।
আসলে এসব কথা যখন আমরা চিন্তা ভাবনা করি তখন অবশ্যই নিজেদের কথা আমাদের মনে করে নিজেদেরকে ভালো করার চেষ্টা করতে হবে। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে এই পৃথিবীতে ভালো কিন্তু কোন শেষ নেই। অর্থাৎ আপনি যত ভালো কাজ করবেন তত মানুষ আপনাকে ভালোবাসবে এবং ততই তারা আপনাদের পাশে থাকার চেষ্টা করবে।একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যদি মৃত্যুর ভয় না পেয়ে বরং বিভিন্ন ধরনের কঠিন কাজ করতে পারি এবং এই কঠিন কাজগুলো যদি একবার সমাধান করতে পারি তাহলে অবশ্যই প্রত্যেকটা মানুষ আমাদের সমাধান করবে এবং আমাদের পথে চলার চেষ্টা করবেন।
আসলে আপনি যদি জীবনে ভালো কিছু করতে চেষ্টা না করেন তাহলে কেউ কিন্তু কখনো আপনাকে ভালো ভাববে না এবং সবাই সবার নিজের মতো করে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করবে শুধুমাত্র আপনি পিছনের দিকে পড়ে থাকবেন। এজন্য আমরা কখনো কোন কিছুকে ভয় না পেয়ে বরং সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করব এবং আমরা যদি আমাদের এই জীবনে বীরের মত মৃত্যুবরণ করতে পারি তাহলে কিন্তু আমাদের মৃত্যুর পরও প্রত্যেকটা মানুষ আমাদেরকে সবসময় মনে রাখবে এবং তারা আমাদের এই জীবনের ভালো কাজগুলো নিজেদের মধ্যে তুলে ধরার চেষ্টা করবে এবং একইভাবে তারা নিজেরা ভালো কাজ করে জীবনে অমরত্ব লাভ করতে পারবে।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
ধন্যবাদ সবাইকে।




.jpg)