মানুষের কিসের এত অহংকার।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ মানুষের অহংকার সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
আসলে এই পৃথিবীতে আমরা কি নিয়ে এসেছি এবং কি নিয়ে এই পৃথিবী ছেড়ে যেতে পারবো। মানুষ যদি এই ধরনের চিন্তা ভাবনা করতে পারে তাহলে সেই মানুষের ভিতরে কখনো অহংকার জন্ম নিতে পারে না। কেননা এই পৃথিবীতে আমরা দেখতে পারি যে একদল লোক রয়েছে যারা খুব ধনী শ্রেণীর এবং একদল লোক রয়েছে যারা খুব গরিব শ্রেণীর। আসলে ধনী শ্রেণীর লোকেরা কখনো গরিব শ্রেণীর লোকেদেরকে ভালোবাসে না এবং তাদেরকে সবসময় ঘৃণা করে। আবার সমাজের কিছু কিছু লোক রয়েছে যারা খুব নিম্ন পর্যায়ে থেকে উঠে এসে মানুষদেরকে আর কখনো মানুষ বলে গণ্য করে না। আসলে তারা তাদের অতীতকে সব সময় ভুলে যায় এবং বর্তমান জীবনে তারা খুব অহংকার নিয়ে বেঁচে থাকে। আসলে এই অহংকারী লোককে কেউ কখনো ভালোবাসে না।
এই পৃথিবীতে যখন আমরা জন্মগ্রহণ করি তখন কিন্তু আমরা বিনা পোশাকে এই পৃথিবীতে এসেছি এবং কোন কিছুই আমরা আমাদের সঙ্গে করে নিয়ে আসিনি। হয়তোবা আমরা কোন ধনী পরিবারের জন্মগ্রহণ করে অনেক কিছুই পেয়েছি। কিন্তু একদিন যখন আমরা মৃত্যুবরণ করবো তখন কিন্তু আমরা আমাদের সঙ্গে করে আমাদের এত অর্থ সম্পত্তি কখনো নিয়ে যেতে পারবো না। হয়তোবা আমাদের পরবর্তী প্রজন্ম সেইসব সম্পত্তি ভোগ দখল করবে এবং তারাও অহংকার নিয়ে এই পৃথিবীতে বেঁচে থাকবে। আসলে যারা ভাল মানুষ তারা কিন্তু তাদের মন মানসিকতাকে কোন পরিস্থিতিতে পরিবর্তন করে না। এছাড়াও আমরা বর্তমান সময় শুনি যে বিভিন্ন ধনী পরিবারের সন্তান রয়েছে যারা কিনা তাদের মা-বাবাদের সঠিক আচরণগুলো গ্রহণ করে পরবর্তীতে দেশের মানুষের জন্য অনেক কিছু করেছে।
আসলে প্রতিটা পরিবারের মধ্যে যদি সুষ্ঠু শিক্ষা থাকে তাহলে তারা কখনোই অহংকারী হয় না। আসলে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যে শিক্ষা দান করব ঠিক সেই শিক্ষায় তারা কিন্তু বড় হয়ে সেই ধরনের আচরণ করবে সবার সঙ্গে। আর তাদের আচরণের মধ্যে কিন্তু আমাদের নাম যশ লুকিয়ে থাকে। আসলে আপনারা হয়তোবা অনেকে শুনেছেন যে কোন কোন লোকেদের সন্তানদেরকে মানুষ দেখিয়ে বলে যে ছেলেটি অনেক ভালো এবং সে তার মা-বাবার মত হয়েছে। আসলে সন্তান যদি ভালো হয় তাহলে তার সম্পূর্ণ ক্রেডিট কিন্তু মা-বাবা পেয়ে থাকে। আর সন্তান যদি খারাপ হয় তাহলে লোকজন কিন্তু তার মা-বাবাকেই সবসময় দোষারোপ করবে। তাইতো আমরা সবসময় চেষ্টা করব যে আমাদের সন্তানদেরকে সঠিকভাবে বড় করে তোলার।
তাদের যদি আমরা শৈশব কাল থেকে সঠিক শিক্ষা দিতে পারি এবং অহংকারের ক্ষতি সম্পর্কে জানাতে পারি তাহলে কিন্তু তারা বড় হয়ে কখনো অহংকারী হবে না এবং দেশ ও দশের সেবার জন্য তারা সবসময় কাজ করবে। আসলে দু একটা ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়। কেননা মা বাবা ভালো হয়েও তাদের সন্তানেরা অনেকটা খারাপ দিকে এগিয়ে যায়। আসলে এসব সন্তানেরা পরিবেশের বিভিন্ন খারাপ লোকেদের সংস্পর্শে আসে এবং তাদের থেকে খারাপ কাজকর্ম শিখে নিয়ে তারা তাদের মা বাবার সম্মানকে ধুলোয় মিশিয়ে দেয়। তবুও কিন্তু লোকজন সন্তানদেরকে খারাপ বললেও তারা কখনো আমাদের খারাপ বলবে না। কেননা সন্তানেরা খারাপ করলেও তাদের মা-বাবা কিন্তু জীবনেও কোন সময় খারাপ কোন কর্মকাণ্ড করেনি।
আর এজন্য আমরা সর্বপ্রথম আমাদের অহংকারকে ত্যাগ করতে হবে। আর যত সম্ভব এই পৃথিবীতে বিভিন্ন ভালো কর্মকান্ড করে যেতে হবে। যদিও আমরা আমাদের মৃত্যুর পর কোন কিছুই এই পৃথিবী থেকে নিয়ে যেতে পারবো না। শুধু একটা জিনিস আমরা করতে পারি সেটি হলো ভালো কাজ। কেননা আমরা যদি ভালো কাজ করি তাহলে আমাদের ভালো কাজের নাম যশ মানুষের মধ্যে রয়ে যাবে এবং আমাদের মৃত্যুর পরেও তারা আমাদের সব সময় মনে রাখবে। আসলে এজন্য মানুষ সারা জীবন বেঁচে থাকতে পারে তার ভালো কাজকর্মের মধ্যে। তাইতো এই অহংকারের মত খারাপ চরিত্রকে আমরা সবসময় দূরে রাখবো এবং নিজেদের মনকে দয়াশীল করে মানুষের সেবার জন্য সবসময় নিয়োজিত থাকবো।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



.jpg)
আমরা এই পৃথিবীতে খালি হাতে এসেছি আবার খালি হাতে ফিরে যাবো, আবার সেই চিরস্থায়ী গন্তব্যে। আসলে এই দুই দিনের পৃথিবীতে আমাদের কিসের এত অহংকার।আর অহংকার কখনো ভালো কিছু বয়ে আনতে পারে না। অহংকার মানুষ কে অনেক দূরে সরিয়ে দেয়। আমরা যে কয়দিন এই পৃথিবীতে থাকবো, সে কয়দিন ভালো কিছু একটা করার চেষ্টা করবো।
প্রতিটি মানুষের শরীরের রক্তের রং লাল। একি রঙের রক্ত সবার শরীরে বইছে তাহলে কিসের এত অহংকার। এই পৃথিবীতে আমরা এসেছি
খালি হাতে এবং যেতেও হবে খালি হাতে। অহংকার কোন মানুষের জীবনে ভালো কিছু এনে দিতে পারে না। অহংকার সবকিছুর পতনের মূল।ভালো কাজ করে সবার মনে থেকে মৃত্যুর পরেও জায়গা করে নেওয়া যায়। ভালোর কোন শেষ নেই। অনেক ধন্যবাদ দাদা দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অহংকার ব্যাপার টা একেবারেই বাজে। যারা এই অহংকার করে আর যাইহোক তাদেরকে আমার সুস্থ্য মানুষ বলে মনে হয় না। একবার ভাবুন মানুষের শেষ পরিণতি কিন্তু মৃত্যু। তারপরও মানুষের এতো অহংকার এতো গৌরব। এখানে পারিবারিক শিক্ষা অনেক বড় একটা ফ্যাক্ট এটা ঠিক বলেছেন দাদা।