প্রয়োজন শেষে ভুলে যাওয়া।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ প্রয়োজন শেষে ভুলে যাওয়া সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
এই পৃথিবীতে এমন কিছু কিছু মানুষ আছে যারা সব সময় অনেকটা হিংসুক প্রকৃতির হয়ে থাকে এবং প্রয়োজন শেষে তারা অন্য মানুষদেরকে ভুলে যেতে দুইবার কোন চিন্তা ভাবনা করে না। আসলে আমার কাছে মনে হয় যে এই স্বার্থপর শ্রেণীর মানুষের জন্য কিন্তু পৃথিবীতে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয় এবং এই স্বার্থপর শ্রেণীর মানুষ কখনো অন্য মানুষের উপকার করতে চেষ্টা করে না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যদি আমরা স্বার্থপরের মত বেঁচে থাকার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা কখনো সুখ শান্তি নেই এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না এবং মানুষের মধ্যে বিভিন্ন ধরনের দূরত্ব তৈরি হবে এবং মানুষের প্রতি মানুষের ভালোবাসা দিন দিন কমে যাবে।
একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে এই পৃথিবীতে আমরা যদি সবাই মিলেমিশে একসঙ্গে বসবাস করতে চাই তাহলে সর্বপ্রথম সবাই সমান নিজেদের এই ধরনের স্বার্থপর মন মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে এবং একে অন্যের বিপদে সবসময় সাহায্য করতে হবে। একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে কিছু কিছু মানুষ আছে যাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বহু মানুষ তাদের সাহায্য করেছে এবং তাদের মূল্যবান সময় নষ্ট করে তারা তাদেরকে একটু ভালোভাবে রাখার জন্য প্রতিনিয়ত চেষ্টা করেছে। কিন্তু সেই মানুষটি যখন একটা ভালো জায়গায় পৌঁছে যায় তখন কিন্তু তারা তাদের সেই পিছনে সাহায্য করা মানুষগুলোর কথা ভুলে যায়।
আসলে এই শ্রেণীর লোক কখনো ভালো হতে পারে না এবং প্রয়োজন শেষে তারা সবসময় অন্যকে ভুলে যাওয়াই তাদের ধর্ম। একটা জিনিস আমরা মনে রাখব যে আপনি নিঃস্বার্থ অন্যকে সাহায্য করবেন এবং সে যদি পরবর্তীতে আপনাকে সাহায্য নাও করে এতে কোন ক্ষতি নেই। অর্থাৎ আপনি আপনার নিজের দিক থেকে যদি ভাল থাকতে পারেন তাহলে অবশ্যই আপনি জীবনে ভালো হতে পারবেন এবং সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। একটা জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যা কিছু ঘটে না কেন আপনি কখনো আপনার নিজের স্থান থেকে সরে থাকার চেষ্টা করবেন না। আসলে অন্য মানুষ যদি খারাপ কাজ করে তাহলে আপনি কখনো তাদের সাথে মেলামেশা করবেন না।
একটা জিনিস আপনি সবসময় মনে রাখবেন যে কে ভালো কাজ করলো এবং কে খারাপ কাজ করলে এটি দেখার আপনার সময় নেই। আপনি কোন কাজটি করছেন সেটি অবশ্যই আপনার নিজেকে দেখতে হবে এবং সবসময় খারাপ মানুষদের থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। যে মানুষটির আপনি উপকার করেছেন সেই মানুষটি যখন প্রয়োজন শেষে আপনাকে ভুলে গেছে তখন কিন্তু তার সাথে কোন ধরনের যোগাযোগ রাখা উচিত নয় এবং আপনি আপনার নিজের মতো করে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করবেন। একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে এই পৃথিবীতে প্রয়োজন শেষে যারা মানুষকে ভুলে যায় তারা কখনো প্রকৃত ভালো মানুষ হতে পারে না।
এজন্য আমরা একটা জিনিস মনে রাখবো যে এই পৃথিবীতে যদি আমরা সঠিক ভাবে বেঁচে থাকতে চাই তাহলে একে অন্যের সাহায্যে সবসময় এগিয়ে আসব এবং কেউ যদি জীবনে একবার আমাদেরকে সাহায্য করে আমাদের প্রয়োজনে তাদেরকে আমরা কখনো ভুলে থাকার চেষ্টা করবো না বরং তাদের প্রয়োজনেও আমরা সবসময় তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। এভাবে যদি সবাই মিলেমিশে আমরা এক জায়গায় বসবাস করতে পারি তাহলে আমাদের মধ্যে যেসব সমস্যা রয়েছে সে সমস্যাগুলো একদিন সমাধান হয়ে যাবে এবং আমরা সবাই মিলে অনেক বেশি শান্তি নিয়ে এক জায়গায় বসবাস করতে পারবো। এজন্য আমরা সব সময় মানুষের বিপদে এবং প্রয়োজনে তাদের পাশে থাকব।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



.jpg)
Greetings, @nilaymajumder! 👋
Your thoughtful reflection on the importance of remembering those who help us truly resonated. It's a vital message, especially in today's world! The way you've expressed the importance of empathy and mutual support is beautifully articulated in Bengali, and I appreciate your emphasis on staying true to oneself despite the actions of others. It's a perspective that encourages personal growth and positive community interaction.
The included image adds a nice visual touch to your post.
ধন্যবাদ for sharing such valuable insights with the Steemit community. I'm looking forward to reading more of your posts! Keep up the excellent work! 👍