অভাবের সংসারে সুখ জানালা দিয়ে পালায়।

in আমার বাংলা ব্লগlast year

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ অভাব সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


1733638397371413851601104471723.jpg



সোর্স


আসলে এই পৃথিবীতে মানুষ একটা জিনিস সবসময় বলে যে ভাঙ্গা ঘরেও নাকি সুখে থাকা যায়। কিন্তু অভাব নিয়ে যদি বেঁচে থাকা হয় তাহলে সেই ঘরে সুখ জানলা দিয়ে পালায়। আসলে এই পৃথিবীতে মানুষ সুখের জন্য দিন রাত কঠোর পরিশ্রম করে। আর এই কঠোর পরিশ্রম করতে করতে মানুষ একসময় ক্লান্ত হয়ে পড়ে। কেননা একটা মানুষ সারা জীবন কঠোর পরিশ্রম কখনোই করতে পারে না। মানুষের বয়স কিন্তু কখনো কমে না বরং দিন দিন বাড়তে থাকে। আর এই বয়স বাড়তে বাড়তে মানুষ দুর্বল হয়ে পড়ে এবং তাদের পরিবারের পরবর্তী প্রজন্ম এসে সেই সংসারের দায়িত্ব গ্রহণ করে। কিন্তু সংসদে সব সময় অভাব লেগে থাকে তাহলে সেই সংসারে কখনো সুখ-শান্তি থাকে না। কেননা সুখ কখনো অভাবে ঘরে থাকে না।


আসলে একটা জিনিস আমরা সবসময় মাথায় রাখি যাই কিছু কিছু ক্ষেত্রে অর্থাৎ তাদের কাছে প্রচুর পরিমাণে অর্থ রয়েছে তারা মনে হয় অনেক বেশি সুখী। কিন্তু এই জিনিসটা সম্পূর্ণ একটি ভুল কথা। অভাবের ঘরে যেমন সুখ থাকে না তেমনি প্রচুর ধনসম্পত্তি থাকলেই যে সুখ থাকবে এমন কোন কথা নেই। সুখে থাকতে হলে একটা মানুষকে তার প্রয়োজনীয় চাহিদাগুলো মিটে গেলেই কিন্তু হবে। আর চাহিদার পরে যদি তাদের অতিরিক্ত কোন কিছু মেটানোর প্রয়োজন হয় তাহলে কিন্তু কখনোই পূরণ করলে তারা সুখ পাবে না কখনো। আর এজন্য একটা বিষয় আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে সুখ এমন একটা জিনিস যেটি খুব সাধনার ফল। মানুষ সাধনা করে কিন্তু এই সুখ তাদের জীবনে নিয়ে আসতে পারে।


আসলে মানুষ সব সময় চেষ্টা করে কি করে মানুষের জীবনকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আর সেই চেষ্টা যদি সঠিকভাবে হয় তাহলে মানুষকে কেউ কখনো আটকে রাখতে পারবে না। একটা জিনিস আপনাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যদি সৎ ভাবে পরিশ্রম করে জীবনে উন্নতি লাভ করার চেষ্টা করতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা জীবনে উন্নতি লাভ করতে পারব এবং জীবনে প্রকৃত সুখ খুঁজে পাবো। অনেকে আছে জীবনে খারাপ পথ অবলম্বন করে প্রচুর পরিমাণ অর্থের মালিক হয়েও তারা কিন্তু জীবনে সেই অর্থ দিয়ে সুখ শান্তি কিনতে পারেনা। আসলে এই জিনিসগুলো যখন আমরা উপলব্ধি করি তখন আমাদের সত্যিই খুব খারাপ লাগে। আর এজন্য আমাদের সব সময় সঠিক কাজ করে জীবনের শেষ সময় অব্দি যেতে হবে।


আর আমরা যদি সবসময় সঠিক কাজ করতে পারি এবং নিজেদের পরিবারের সবার সুখ দুঃখে পাশে থাকতে পারে তাহলে কিন্তু আমাদের জীবনে অবশ্যই সুখ নেমে আসবে এবং পরিবারের সবাই মিলেমিশে যতই কষ্ট হোক না কেন আমরা কিন্তু সুখে থাকতে পারবো। কেননা আমরা যদি পরিবারের এক একজন লোক যদি এক এক রকম ভাবে চলাফেরার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা কখনো প্রকৃত সুখ খুঁজে পাবো না। আর একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমরা যদি আমাদের পরিবারের সঙ্গে সুখের মুহূর্তগুলো কাটাতে না পারি তাহলে আমাদের জীবনের কোন মানে নেই এবং কাজকর্ম করারও কোন মানে নেই। তাইতো মধ্যবিত্ত পরিবারেই সবসময় প্রকৃত সুখ শান্তি বিরাজ করে।


আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 last year 

সুখ একটি আপেক্ষিক বিষয়। কে কিসে সুখ পায় বলা মুশকিল। আপনি ঠিকেই বলেছেন ভাইয়া, অনেক টাকা থাকলেই সুখি হয়না। আর মধ্যবিত্তরা অনেক টানপোড়নে থাকলেও তারা সুখি।মানুষের সামর্থ ও চাহিদা যদি নিরুপন করতে পারে তাহলে অভাব টলাতে পারবেনা। সামর্থের অধিক আকাংখাই সুখ নাই হয়ে যায়। ভালো লেগেছে লেখাটি। আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 last year 

এটাই বাস্তবতা অভাব যখন দরজায় কড়া নাড়ে ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। সুখে থাকতে গেলে নূন্যতম সচ্ছলতা প্রয়োজন, এটা ছাড়া জীবন অন্ধকার। আবার কিছু মানুষ অর্থের পাহাড় তৈরি করে অবৈধ পথে, তারা জীবনে কখনোই সুখি হতে পারে না। কারন তারা জানেই না কতটুকু অর্থ হলে জীবনে সুখের অনুভুতি পাওয়া যায়। আপনার সাথে আমি একমত মধ্যবিত্ত মানুষেরাই সুখি।
বেশ গুছিয়ে লিখেছেন পোস্টটি, বেশ ভালো লাগলো।

 last year 

1000019141.png

1000019139.png

1000019138.png

 last year 

1000019154.png

 last year 

সুখ পুরোপুরি আপেক্ষিক এবং সাইকোলজিক‍্যাল একটা বিষয়। অঢেল সম্পদে যেমন আপনি সুখী হবেন না। ঠিক একইভাবে টাকা না থাকলে আপনি দুঃখ কষ্টে থাকবেন। এটার সমন্বয় করা অনেক বড় একটা চ‍্যালেঞ্জ। আর এটা করতে সবসময় সবাই পারে না। সুন্দর লিখেছেন দাদা।

 last year 

যারা অবৈধ পন্থা অবলম্বন করে অনেক টাকা পয়সা ইনকাম করে,তারা কখনোই সুখী হতে পারে না। এমনটা আমি অনেক জায়গায় দেখেছি। এটা ঠিক বাঁচতে হলে অবশ্যই টাকা পয়সার প্রয়োজন। কারণ টাকা পয়সা একেবারে না থাকলেও সুখী হওয়া যায় না। তবে অবশ্যই সৎ পথে টাকা ইনকাম করতে হবে। সৎ উপার্জনের মধ্যে বরকত রয়েছে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।