যতই পড়িবে ততই শিখিবে।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ যতই পড়িবে ততই শিখিবে সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যত বেশি বই পড়বো তত বেশি কিন্তু জ্ঞান আমরা সেই বই থেকে গ্রহণ করতে পারবো। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে বই পুস্তকে যে জিনিসগুলো লেখা রয়েছে সেগুলো কিন্তু বিভিন্ন ধরনের জ্ঞানী ব্যক্তিরা তাদের নিজেদের জ্ঞানকে সেই বইয়ে লিপিবদ্ধ করে গেছে। একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে জ্ঞানী মানুষের সংখ্যা কিন্তু প্রচুর পরিমাণ ছিল এবং তাদের এই জ্ঞানগুলো তারা সব সময় বিভিন্ন ধরনের পুস্তকে লিপিবদ্ধ করে গেছে যাতে করে সেই জ্ঞানগুলো আমরা আমাদের জীবনে নিয়ে সেগুলোকে ভবিষ্যৎ জীবনে প্রতিফলিত করার চেষ্টা করতে পারি।
একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যত বেশি শেখার চেষ্টা করব তত বেশি কিন্তু আমরা শিখতে পারবো এবং তত বেশি কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আসলে এই পৃথিবীতে যে দেশগুলো আজ উন্নতির ক্ষেত্রে সব সময় সামনের দিকে এগিয়ে গেছে তাদের দেখলে আমরা বুঝতে পারি যে তারা কত বেশি জ্ঞানী মানুষ ছিল এবং তারা কত বেশি জ্ঞান অর্জন করে এই পৃথিবীতে অমর হয়ে আছেন। আসলে বিভিন্ন ধরনের জ্ঞানী মানুষ যেহেতু তাদের কিছু কিছু জ্ঞান বইয়ে লিপিবদ্ধ করে গেছেন যেগুলো পরবর্তীতে সমাপ্ত করার দায়িত্ব আমাদের। অর্থাৎ মানুষের জীবন একটা সীমিত সময়ের মধ্যে থাকে এবং এই সীমিত সময়ের মধ্যে তাকে কাজ করতে হয়।
কিন্তু এই পৃথিবীতে সকল ব্যক্তি তাদের সকল কাজ কিন্তু কখনো সম্পূর্ণ করে যেতে পারে না। কিছু কিছু কাজ তারা যেহেতু সব সময় অসম্পূর্ণ রেখে যায় এর জন্য কিন্তু তারা সেই জ্ঞানটুকু রেখে যায় আমাদের মাঝে যাতে করে আমরা পরবর্তীতে তাদের সেই অসম্পূর্ণ কাজকে সঠিকভাবে সম্পূর্ণ করতে পারি এবং জীবনের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে পারি। এভাবে যদি আমরা যত বই পড়তে পারবো ততই কিন্তু শিখতে পারবো এবং আমাদের বুদ্ধি তত বেশি কিন্তু আরো বাড়তে থাকবে। আর এভাবে কিন্তু আমরা তত বেশি সামনের দিকে এগিয়ে এগিয়ে আমরা আমাদের দেশটাকে অবশ্যই সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো।
তাইতো সবার উচিত প্রকৃত শিক্ষা গ্রহণ করা এবং প্রকৃত শিক্ষা গ্রহণ করার মাধ্যমে বিভিন্ন ধরনের নতুন নতুন জিনিস শিখতে পারা যাতে করে জীবনে যতই সমস্যা আসুক না কেন প্রত্যেকটা সমস্যা সমাধান করার মত যোগ্যতা আমাদের মধ্যে থাকে। এর জন্য প্রত্যেকটা মানুষকে অবশ্যই বই পুস্তক পড়তে হবে এবং সেই বইপুস্তক থেকে বিভিন্ন ধরনের জ্ঞান গ্রহণ করে সেই জ্ঞান গুলোকে বাস্তব জীবনে প্রয়োগ করার চেষ্টা করতে হবে। এভাবে যদি আমরা আমাদের নিজেদের জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আমরা জীবনে অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং জীবনটাকে খুব সুন্দর ভাবে সাজাতে পারব।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
ধন্যবাদ সবাইকে।




.jpg)